আগামী মরসুমের জন্য নতুন ভাবে সাজছে কলকাতা নাইট রাইডার্স। কিছুদিন আগেই মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। ২০১২ আর ২০১৪ দু'বার আইপিএল চ্যাম্পিয়ন নাইটরা। আর ২ বারই অধিনায়ক ছিলেন গম্ভীর। এরপর থেকে আর ট্রফির মুখ দেখেনি কেকেআর।
আন্দ্রে রাসেল-সুনীল নারিনদের ওপর আস্থা রাখা হবে কিনা এই নিয়ে ধোঁয়াশা ছিল। কেকেআর টিম ম্যানেজমেন্ট অবশ্য ভরসা রাখলো রাসেলদের ওপর। তেমনই রিটেন করা হয়েছে আফগান কিপার ব্যাটার রহমানুল্লা গুরবাজকেও। কিন্তু বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া দেশি-বিদেশি মিলিয়ে মোট ৬ জন তারকা ক্রিকেটারকে ছেড়েছে কলকাতা। নিলামেও চমক দিতে পারে কলকাতা। কারণ ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নিলামে অংশগ্রহণ করবে কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর-এ রাখা হলো - নীতিশ রানা, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, জেসন রয়, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তীকে।
মুক্তিপ্রাপ্ত খেলোয়াড় - সাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজ, আর্য দেশাই, এন জাগদিসান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি এবং জনসন চার্লস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন