আগামী মরশুম থেকেই আইপিএলের দল সংখ্যা ৮ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০। যা আগেই নিশ্চিত ছিলো। সোমবার সামনে এলো দুই নতুন দলের দুই মালিকের নাম। আবারও আইপিএলের দলের মালিক হতে চলেছেন সঞ্জীব গোয়েঙ্কা। দুবাইয়ে নতুন দলের নিলামে তাঁর সংস্থা আরপিএসজি গ্রুপ প্রায় ৭০৯০ কোটি বিড করেছে নতুন দলের জন্য। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটাল ৫৬০০ কোটি টাকা বিড করে দ্বিতীয় দল পেয়েছেন। সূত্রের খবর, সিভিসি ক্যাপিটালের দখলে আমেদাবাদ এবং সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ দখল করছে লখনউ।
আগামী মরশুমে যে নতুন দুই দল আসছে তা কার্যত নিশ্চিত ছিলই। বিসিসিআই-এর তরফ থেকে দরপত্র জমা দেওয়ার নোটিশের পর মোট ২২ টি সংস্থার পক্ষ থেকে বিড করা হয়েছিলো বলে জানা যায়। তালিকায় ছিলেন প্রিমিয়ার লীগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক পক্ষও। তবে গ্লেজার্স পরিবারকে খালি হাতেই ফিরতে হচ্ছে। খালি হাতে ফিরতে হচ্ছে আদানি গ্রুপকেও।
আইপিএলের মঞ্চে সঞ্জীব গোয়েঙ্কার দল কেনা এই প্রথম নয়। এর আগে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের নির্বাসনের সময় পুনে সুপার জায়ান্টস দলের মালিকানা ছিলো তাঁর অধীনে। ২০১৬ সাল ও ২০১৭ সালের পর আবার আইপিএলে দলের মালিকানা পেলেন সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ। লখনউ-এর হয়ে খেলবে তাঁর দল।
অন্যদিকে সম্প্রতি স্প্যানিশ লা লিগার শেয়ার কেনা আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটাল দল পেলো আমেদাবাদের। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম পেলো আইপিএলের ঘরোয়া দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন