২০১৯-২০ মরশুমে উয়েফার বর্ষসেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ সেনসেশন রবার্ট লেভনডস্কি। গত মরশুমে স্বপ্নের ফর্মে ছিলেন লেভনডস্কি। বুন্দেশলিগায় সর্বোচ্চ গোলের পাশাপাশি চ্যাম্পিয়নস লীগে সর্বোচ্চ ১৫ টি গোল করেছেন তিনি। স্বাভাবিক ভাবেই যোগ্য ফুটবলারের মুকুটেই লেগেছে উয়েফা বর্ষসেরা স্ট্রাইকারের পালক। এই দৌড়ে লেভনডস্কি পেছনে ফেলেছেন পিএসজি তারকা নেইমার এবং কিলিয়ান এমবাপেকে।
উয়েফার বর্ষসেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। ম্যান সিটি চ্যাম্পিয়ন লীগ না জিতলেও গোটা মরশুম জুড়ে রং ছড়িয়েছেন ডি ব্রুইন। তারই ফলস্বরূপ ম্যান সিটি তারকা জিতলেন ২০১৯-২০ মরশুমে চ্যাম্পিয়ন লীগের সেরা মিডফিল্ডারের তকমা।
উয়েফা বর্ষসেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন লীগ জয়ী বায়ার্ন তারকা জসোয়া কিমিচ। বাভেরিয়ানদের চ্যাম্পিয়ন লীগ জয়ের পেছনে কিমিচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রক্ষণভাগে দূর্গ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি।
উয়েফা বর্ষসেরা গোলকিপারের সম্মান জিতলেন বায়ার্ন অধিনায়ক ম্যানুয়াল ন্যূয়ার। বায়ার্নের চ্যাম্পিয়ন লীগ জয়ের পেছনে ন্যূয়ারের গুরুত্ব অপরিসীম। গোটা টুর্নামেন্ট তো বটেই, ফাইনালে অনবদ্য কিছু সেভে বায়ার্নের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। বুন্দেশলিগা, ডিএফবি পোকাল এবং চ্যাম্পিয়নস লীগ তিনটিই তুলেছেন বায়ার্ন শিবিরে।
উয়েফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের হানসি ফ্লিক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন