IPL Auction 2024: শামির ভাই সহ বাংলার ৯ ক্রিকেটার এবার আইপিএলের নিলামে

People's Reporter: আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে ২০২৪ আইপিএলের মিনি নিলাম। ২০২৪ আইপিএল টুর্নামেন্টের এই মিনি অকশনে বেশ কয়েকজন ক্রিকেটারের দল-বদল দেখতে পাওয়া যেতে পারে।
মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ
মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফছবি - সংগৃহীত
Published on

এবার আইপিএল নিলামে মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। ক্লাব হোক বা ঘরোয়া ক্রিকেট, ধারাবাহিক ভালো পারফর্ম করছেন বাংলার পেসার মহম্মদ কাইফ। বিজয় হাজারে ট্রফিতেও নজরকাড়া পারফর্ম্যান্স করেছেন কাইফ।

কাইফ ছাড়াও বাংলা থেকে নিলামে আরও ৮ জন ক্রিকেটার। তাঁরা হলেন ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিং, ঋত্বিক চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, শাকির গান্ধী ও রবি কুমার। ঈশান ও ঋত্বিক দু’জনেই পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। কিন্তু তাঁদের মধ্যে প্রথম একাদশে খেলেছেন একমাত্র ঈশান। সুদীপ ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে ২০২৪ আইপিএলের মিনি নিলাম। ২০২৪ আইপিএল টুর্নামেন্টের এই মিনি অকশনে বেশ কয়েকজন ক্রিকেটারের দল-বদল দেখতে পাওয়া যেতে পারে। এই মিনি অকশনে মোট ১,১৬৬ জন ক্রিকেটার নাম নথিভূক্ত করিয়েছেন। এরমধ্যে ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার এবং ৩৩৬ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এছাড়া ক্যাপড ক্রিকেটারদের কথা যদি বলতে হয়, তাহলে ২০২ জন ক্যাপড, ৯০৯ জন আনক্যাপড এবং ৪৫ জন অ্যাসোসিয়েট ক্রিকেটার রয়েছেন।

আইপিএল দলগুলোর কাছে আপাতত মোট ৭৭টি জায়গা ফাঁকা রয়েছে। কিন্তু, রেজিস্ট্রেশন মোট ১,১৬৬ জন ক্রিকেটার করিয়েছেন। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, ৭০ থেকে ৭৫ জন ক্রিকেটারকেই নিলামে তোলা হবে।

মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ
Vijay Hazare Trophy: ব্যর্থ হলো শাহবাজের সেঞ্চুর, হরিয়ানার বিরুদ্ধে হেরে বিদায় বাংলার
মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ
AFC Cup: নিয়মরক্ষার ম্যাচেও মাজিয়ার কাছে হার মোহনবাগানের, স্বপ্ন দেখাচ্ছে ওড়িশা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in