ফুটবল জগতে নক্ষত্র পতন, প্রয়াত পাওলো রসি, ক্রীড়া জগতে শোকের ছায়া

পাওলো রসি
পাওলো রসি ফাইল ছবি সংগৃহীত
Published on

ফুটবলের মহাকাশ থেকে খসে পড়লো আরও এক নক্ষত্র। দিয়েগো মারাদোনার পর এবার চিরনিদ্রায় বিশ্বকাপ জয়ী আরও এক কিংবদন্তী। প্রয়াত হলেন ইতালির ১৯৮২ বিশ্বকাপের নায়ক পাওলো রসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর।

ইতিহাসের পাতায় পাওলো রসির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক হিসেবে। ওই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তথা টুর্নামেন্ট সেরার তকমা ওঠে তাঁর মুকুটেই। কিংবদন্তীর চলে যাওয়ায় ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার ইতালির এক গণমাধ্যম রসির মৃত্যুর খবর প্রকাশ করেন। মৃত্যুর কারণ স্পষ্ট না করেই গণমাধ্যম জানায়, দীর্ঘদিন অসুস্থতার পর মারা গেছেন কিংবদন্তী ফুটবলার। পরে রসির স্ত্রী ফেদারিকা ক্যাপেল্টিটি তাঁদের একটি ছবি পোস্ট করে জানান, 'চিরতরে'।

ইতালির জাতীয় দলের হয়ে ৪৮ টি ম্যাচে ২০ টি গোল করেছেন রসি। এছাড়াও ভিসেঞ্জা, পেরুজিয়া, জুভেন্তাস, মিলান এবং ভেরনার হয়ে ১০০ টিরও বেশি সিরি আ গোল করেন।

১৯৮২ বিশ্বকাপে অনবদ্য প্রদর্শন করার পর ওই বছর রসিকে দেওয়া হয় ইউরোপীয়ন ফুটবলার অফ দ্য ইয়ার স্বরূপ ব্যালন ডি’অর। ১৯৮৭ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর ইতালির এক চ্যানেলে ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in