বর্ষবরণের আগের দিনে দুর্দান্ত এক খুশির খবর এসেছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে। গতকাল আইসিসির টেস্ট র্যাংকিংএ বিরাট কোহলি এবং স্টিভ স্মিথকে ছাপিয়ে প্রথম বারের মতো শীর্ষস্থান দখল করেছেন উইলিয়ামসন।
ভারত এবং অস্ট্রেলিয়ার রোমহর্ষক টেস্ট সিরিজের পাশাপাশি কিউইরা সিরিজ খেলছে পাকিস্তানের বিরুদ্ধে। বে ওভলে দুরন্ত ম্যাচ উইনিং শতরান করেন উইলিয়ামসন।তারই ফলস্বরূপ অজি তারকা স্টিভ স্মিথকে সরিয়ে শীর্ষস্থানে কেন। উইলিয়ামসনের রেটিং ৮৯০। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির রেটিং ৮৭৯। অন্যদিকে ভারতের বিরুদ্ধে দুটি টেস্টেই ব্যর্থ হওয়ায় এক ধাক্কায় শীর্ষস্থান থেকে তিন নম্বরে নেমে এসেছেন অজি তারকা স্টিভ স্মিথ। তাঁর রেটিং ৮৭৭।
টেস্ট র্যাংকিংএ ব্যাটসম্যানদের মধ্যে ৮৫০ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে এবং ৭৮৯ রেটিং নিয়ে পঞ্চম স্থানে পাক ক্রিকেটার বাবর আজম।
বোলারদের মধ্যে টেস্ট র্যাংকিংএর শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক প্যাট কামিন্স। প্যাটের রেটিং ৯০৬। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ব্রডের রেটিং ৮৪৫। ৮৩৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন