Paris Olympic 24: ফিরে দেখা অলিম্পিক্স - ভারতের ১০ পদক জয়ের স্মরণীয় মুহূর্ত

People's Reporter: ভারত থেকে অংশ নিয়েছেন ১১৭ জন অ্যাথলিট। সকলেই বিদেশের মাটিতে দেশের হয়ে পদক জিততে মরিয়া।
Paris Olympic 24: ফিরে দেখা অলিম্পিক্স - ভারতের ১০ পদক জয়ের স্মরণীয় মুহূর্ত
ছবি - প্রতীকী
Published on

২৬ জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। ভারত থেকে অংশ নিয়েছেন ১১৭ জন অ্যাথলিট। সকলেই বিদেশের মাটিতে দেশের হয়ে পদক জিততে মরিয়া। কিন্তু তার আগে বিগত অলিম্পিকগুলিতে ভারতের সেরা ১০ পদক জয়ের মুহূর্ত দেখে নেওয়া যাক।

হকি

অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম ভরসা হল হকি দল। ১৯২৮ থেকে ১৯৫৬ পর্যন্ত টানা ৬ বার সোনার পদক জিতেছিল ভারত। এছাড়া ১৯৬৪ এবং ১৯৮০ অলিম্পিকেও স্বর্ণপদক জিতেছিল ভারতীয় হকি দল। ১৯৬০ রোম অলিম্পিকে রুপোর পদক এবং ১৯৬৮, ১৯৭২ ও ২০২০ অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল হকি দল।

লিয়েন্ডার পেজ

সম্প্রতি আন্তর্জাতিক টেনিস সংস্থার তরফ থেকে হল অফ ফেম সম্মানে সম্মানিত হন ভারতীয় এই টেনিস তারকা। ১৯৯৬ আটালান্টা অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে পুরুষদের টেনিসে (সিঙ্গেল) ব্রোঞ্জ পদক জিতেছিলেন লিয়েন্ডার। এখনও পর্যন্ত টেনিসে অন্য কোনও ভারতীয় পদক আনতে পারেননি।

রাজ্যবর্ধন রাঠোর

২০০৪ এথেন্স অলিম্পিকে পুরুষদের ডবল ট্র্যাপ শ্যুটিং বিভাগে রুপোর পদক জিতেছিলেন এই শ্যুটার।

অভিনব বিন্দ্রা

২০০৮ বেজিং অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনার পদক জিতেছিলেন অভিনব বিন্দ্রা।

সুশীল কুমার

২০১২ লন্ডন অলিম্পিকে জাপানী প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে রুপোর পদক জেতেন সুশীল কুমার। প্রথম ভারতীয় কুস্তিগীর হিসেবে অলিম্পিকে পদক জিতেছিলেন তিনি। অংশ নিয়েছিলেন ৬৬ কেজি বিভাগে।

মেরি কম

২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন মণিপুরের এই মহিলা বক্সার। তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা বক্সার যিনি অলিম্পকে পদক জেতেন।

সাক্ষী মালিক

সাম্প্রতিক কালে ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তুলে লাগাতার আন্দোলনের নেমেছিলেন সাক্ষী। তিনি ২০১৬ রিও অলিম্পিকে ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে পদক জয় করেছিলেন।

পি ভি সিন্ধু

২০১৬ রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে রুপোর পদক জেতেন পি ভি সিন্ধু। ফাইনালে স্প্যানিশ প্রতিপক্ষের কাছে হারতে মানতে হয় ভারতীয় শাটলারকে।

রবি দাহিয়া

২০২০ টোকিও অলিম্পিকে কুস্তির ফাইনালে উঠেছিলেন। প্রতিপক্ষের কাছে হেরে রুপোর পদকে থামে তাঁর লড়াই। দ্বিতীয় কুস্তিগীর (পুরুষ) হিসেবে অলিম্পিকে পদক জিতেছিলেন রবি।

নীরজ চোপড়া

২০২০ টোকিও অলিম্পিকে একমাত্র সোনার পদক এসেছিল নীরজ চোপড়ার হাত ধরে। জ্যাভলিন থ্রোতে পদক জিতেছিলেন তিনি। ২০২৪ প্যারিস অলিম্পিকেও পদক জয়ের অন্যতম দাবিদার।

Paris Olympic 24: ফিরে দেখা অলিম্পিক্স - ভারতের ১০ পদক জয়ের স্মরণীয় মুহূর্ত
ভারতকে অলিম্পিকে প্রথম পদক দিয়েছিলেন নরম্যান প্রিচার্ড! ১২৪ বছর পরেও সেই পদক নিয়ে বিতর্ক থামেনি
Paris Olympic 24: ফিরে দেখা অলিম্পিক্স - ভারতের ১০ পদক জয়ের স্মরণীয় মুহূর্ত
সাইনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য! তীব্র সমালোচনার জেরে ক্ষমা চাইতে বাধ্য হলেন নাইট ক্রিকেটার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in