Mohun Bagan: মার্টিনেজকে দেখতে যাবেন? টিকিটের মূল্য কত জানেন?

সব থেকে বেশি দামের টিকিট প্ল্যাটিনামে। একটি টিকিটের দাম ১,২৫,০০০ টাকা। ছ’জনের গ্রুপ টিকিটের দাম ৬,২৫,০০০ টাকা। সেখানে সই করা জার্সি ও মার্টিনেজের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মধ্যাহ্নভোজও পাবেন দর্শকরা।
মোহনাবাগানে আসছে মার্টিনেজ
মোহনাবাগানে আসছে মার্টিনেজছবি - মোহনাবাগানের ফেসবুক পেজ
Published on

ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর উদ্যোগে আগামী ৪ জুলাই কলকাতায় আসছেন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ১৯৮৬ সালের পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো নায়ককে নিয়ে কলকাতার উন্মাদনা তুঙ্গে। তাঁকে দেখার জন্য বিভিন্ন ধরণের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। টিকিট অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে।

৪ জুলাই দুপুর ১২.৩০ মিনিটে মিলন মেলা প্রাঙ্গনে শুরু অনুষ্ঠান, যার নাম তাহাদের কথা। তবে মার্টিনেজকে এই অনুষ্ঠানে দেখতে গেলে দর্শকদের পকেট থেকে ভালো টাকাই খরচা করতে হবে।

দেখে নিন টিকিট মূল্য -

ব্রোঞ্জ লাইট: প্রতি টিকিটের মূল্য ৪৯৯ টাকা। মিলন মেলায় ‘তাহাদের কথা’ অনুষ্ঠান দেখা যাবে।

ব্রোঞ্জ: প্রতি টিকিটের মূল্য ৬৯৯ টাকা। এখানেও তাহাদের কথা’ অনুষ্ঠান দেখা যাবে। তবে একটু সামনের থেকে দেখতে পাওয়া যাবে মার্টিনেজকে পাওয়া যাবে মিলনমেলায়।

সিলভার: প্রতি টিকিটের মূল্য ৯৯৯ টাকা। ‘তাহাদের কথা’ অনুষ্ঠান দেখা যাবে। এখানে আরও বেশি সুবিধা থাকবে।

গোল্ড: প্রতি টিকিটের মূল্য ৪০০০ টাকা। মধ্যাহ্নভোজ দেওয়া হবে। অনুষ্ঠান দেখার পাশাপাশি মার্টিনেজের সই করা জার্সিও পাবেন দর্শকরা।

সুপার গোল্ড: এখানে প্রতি টিকিটের মূল্য ২৫,০০০ টাকা। লাঞ্চের পাশাপাশি মার্টিনেজের এই ক্যাটেগরিতে সই করা জার্সি পাওয়া যাবে।

প্ল্যাটিনাম লাইট: প্রতি টিকিটের মূল্য ৬০,০০০ টাকা। এই ক্যাটেগরিতেও লাঞ্চ, সই করা জার্সির পাশাপাশি মার্টিনেজের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাওয়া যাবে। তোলা যাবে ছবিও।

প্ল্যাটিনাম: সব থেকে বেশি দামের টিকিট। এক জনের জন্য টিকিটের দাম ১,২৫,০০০ টাকা ও ছ’জনের জন্য গ্রুপ টিকিটের দাম ৬,২৫,০০০ টাকা। সেখানে সই করা জার্সি ও মার্টিনেজের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মধ্যাহ্নভোজও পাবেন দর্শকরা। ছবিও তুলতে পারবেন দর্শকরা।

ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এছাড়া ওই দিন মোহনবাগান মাঠে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। সবুজ-মেরুন ক্লাবে এসে পেলে, মারাদোনা এবং সোবার্সের নামে নামাঙ্কিত গেট উদ্বোধন করবেন বিশ্বকাপজয়ী ফুটবলার। মোহনবাগান মাঠে ফ্রেন্ডশিপ কাপের একটি ম্যাচেও তিনি কিক অফ করবেন। ওইদিন শুধুমাত্র মোহনবাগান মেম্বারদেরই ক্লাবে ঢুকতে দেওয়া হবে বলে খবর। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন মার্টিনেজ।

মোহনাবাগানে আসছে মার্টিনেজ
Mohun Bagan: সমর্থকদের পছন্দতেই আগামী মরসুমে চূড়ান্ত হবে মোহনবাগান জার্সি!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in