খারাপ খবর কলকাতা ময়দানে। ফের ফুটবল মাঠ কেড়ে নিল প্রাণ। ময়দানে এক মহামেডান সমর্থকের মৃত্যু হলো।
বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আর্মি রেড দলের মধ্যে নৈশালোকে আয়োজিত ম্যাচে মাঠেই উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন মহামেডান সমর্থক খিদিরপুর মসজিদ গলির বাসিন্দা সিরাজউদ্দিন। যিনি রাজকুমার নামেই পরিচিত ছিলেন। বয়স হয়েছিল ৫৬ বছর।
উত্তেজনার সূত্রপাত হয় রেফারির সিদ্বান্ত নিয়ে। মহামেডান সমর্থকরা রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে বোতল ছোড়েন। ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়ে সমর্থকরা। সাদা কালো কর্তাদের অনুরোধ সত্ত্বেও উত্তেজিত সমর্থকদের আটকানো যায়নি। ম্যাচ ১০ মিনিট বন্ধ রাখা হয়। অতিরিক্ত সময় দেন রেফারি। ফেন্সিং টপকানোর সময় পড়ে যান শেখ সিরাজউদ্দিন। তারপরই অসুস্থ হয়ে পড়েন।
আইএফএ-র অ্যাম্বুলেন্সে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাতে তাঁর বাড়িতে গিয়ে শোকগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত এবং সহ সভাপতি সৌরভ পাল ও দিলীপ নারায়ণ সাহা। সাথে ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ। তাঁরা পরিবারকে সমবেদনা জানান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন