আইএসএলের শুরুতেই পরপর ৩ ম্যাচে হারের জেরে কোচ কার্লস কুয়াদ্রাতকে বিদায় নিতে হয়েছে। সবমিলিয়ে বেশ চাপে ইস্টবেঙ্গল। এই অবস্থায় শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে জামশেদপুরের মাঠে নামছে টিম লাল হলুদ। এই ম্যাচে কোচিং করাবেন দলের সহকারী কোচ বিনো জর্জ। জেতাতে পারলেই বিনো সমর্থকদের নয়নের মণি হয়ে যাবেন।
বিনো জর্জ বলেন, 'আমার প্লেয়ারদের ওপর আস্থা রয়েছে। ওরা পরিশ্রম করছে। শেষ তিনটে ম্যাচে আমরা রেজাল্ট পাইনি। আমরা কিছু ভুল করেছি। তবে আমি জানি ছেলেদের প্রত্যাবর্তন করার ক্ষমতা আছে। এরই নাম ইস্টবেঙ্গল। সবাই নিজেদের দায়িত্ব বোঝে।'
তিনি আরও বলেন, 'দলের লক্ষ্য গড়ে দেওয়ার জন্য আমি কোচ কার্লেসকে সম্মান করি। আইএসএলে একটা জয় দলকে ছন্দে ফেরাবে। আমার কাজ ছেলেদের মোটিভেট করা, সেরাটা বের করে আনা। একটা মাত্র জয় দরকার। একটা জয়ই সব বদলে দেবে। আশা করছি জামশেদপুর ম্যাচেই আমরা জয়ে ফিরব।'
আইএসএলে বহু বছর পরে ডাগআউটে দুই ভারতীয় কোচ মুখোমুখি হবে। জামশেদপুরের কোচিং করাবেন খালিদ জামিল। অন্যদিকে থাকবেন বিনো জর্জ। জামশেদপুরের কোচকে নিয়ে ইস্টবেঙ্গল কোচ বলেন, 'খুব বড়ো মাপের কোচ খালিদ। অনেক সাফল্য পেয়েছে। ওর বিরুদ্ধে লড়াই মোটেও সহজ হবে না। আর তাছাড়া জামশেদপুর বেশ ভালো দল।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন