জুনেই আন্তর্জাতিক ফুটবল ফিরছে কলকাতায়। এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে যুবভারতীতে। কলকাতা ছাড়াও মঙ্গোলিয়া, মালয়েশিয়া, কির্ঘিজ রিপাবলিক, কুয়েত ও উজবেকিস্তানেও খেলাও হবে যোগ্যতা অর্জনের ম্যাচ।
২০২৩ সালের ২৬ শে জুন পর্দা উঠবে এশিয়ার সেরা টুর্নামেন্ট এএফসি এশিয়ান কাপের। তার আগে যোগ্যতা অর্জন পর্বের শেষ রাউন্ডে অংশ নিচ্ছে মোট ২৪ টি দেশ। ৮, ১১ ও ১৪ ই জুন কোয়ালিফায়ার ম্যাচের পরেই ১১ টি দল সুযোগ পাবে মূল পর্বে। গ্রুপ গুলির প্রথম ছয় দল এবং দ্বিতীয় স্থানে শেষ করা সেরা পাঁচ দল টিকিট পাবে লড়াই করার। যার দৌড়ে রয়েছে ভারতও।
১০ ফেব্রুয়ারী ফিফা প্রকাশিত র্যাংকিং অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারী গ্রুপ বিভাজন করা হবে। আয়োজক দেশ গুলো যাতে একে অপরের বিরুদ্ধে না পড়ে সেদিকেও নজর রাখা হবে।
এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য সুনীল ছেত্রীরা পাচ্ছে যুবভারতীকেই। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যুবভারতীতে ম্যাচ আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছিলো এএফসিকে। এআইএফএফের আবেদনে সাড়া দিয়ে অন্য পাঁচ দেশের সাথে কলকাতাকেও যোগ্যতা অর্জন পর্বের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে। এএফসিকে ধন্যবাদ জানিয়েছেন ফেডারেশনের সেক্রেটারি কুশল দাস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন