এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের আগে দুটি প্রস্ততি ম্যাচ খেলতে চলতি মাসেই বাহরিন উড়ে যাচ্ছে ভারতীয় দল। ২৩ শে মার্চ বাহরিন এবং ২৬ শে মার্চ বেলারুশের বিপক্ষে খেলবে স্টিম্যাচের দল। বাহরিন সফরের জন্য ৩৮ সদস্যের দলও বেছে নিয়েছেন কোচ ইগোর স্টিম্যাচ। তবে দল ঘোষণার কয়েকদিন বাদেই বড় ধাক্কা খেলো ভারত। চোটের কারণে বাহরিন সফরে যাচ্ছেন না ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীল ছিটকে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ব্লু টাইগার্সদের চিন্তা বাড়লো।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে সুনীল বলেছেন, "বাহরিন এবং বেলারুশের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আমি সত্যিই মুখিয়ে ছিলাম। এটা আমার কাছে লজ্জার বিষয় যে আমি ছিটকে গিয়েছি।"
৩৭ বর্ষীয় ভারতীয় তারকা আরও বলেছেন, "এই দীর্ঘ মরসুমটা আমার জন্য কঠিন ছিলো। আমার বেশ কয়েক জায়গায় ছোটো ছোটো চোট রয়েছে। সরিয়ে উঠতে সময় লাগবে। মে-তে প্রস্তুতি শিবিরের আগে দ্রুত ফিট হয়ে ওঠার জন্য সবকিছু করবো।"
দুই প্রস্তুতি ম্যাচের জন্য স্টিম্যাচের ঘোষিত ৩৮ সদস্যের স্কোয়াডে রয়েছে আটটিরও বেশি নতুন মুখ। চলতি আইএসএলেও যারা বেশ নজর কেড়েছেন। সুনীল নতুনদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী। দলকে শুভেচ্ছা জানিয়ে ছেত্রী বলেছেন, "আমি নিশ্চিত, আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি।"
১০ মার্চ পুণেতে হেড কোচ স্টিম্যাচ এবং সাপোর্ট স্টাফরা একত্রিত হবেন। ১১ তারিখ থেকেই শুরু হবে অনুশীলন। আইএসএলের সেমিফাইনাল আর ফাইনালে খেলা ফুটবলাররা একেবারে দলের সঙ্গে বাহরিন যাবেন। ২১ তারিখ বাহরিন উড়ে যাবে ভারতীয় দল।
২৬ তারিখ বেলারুশের বিপক্ষে ভারতের ম্যাচ থাকলেও, এই ম্যাচ নিয়ে আশঙ্কা রয়েছে। AIFF বেলারুসের বিপক্ষে ম্যাচটি বাদ দেওয়ার কথা ভাবছে। যদিও তা এখনও স্পষ্ট নয়। ফিফার তরফ থেকে রাশিয়াকে বাদ দেওয়া হলেও বেলারুশের ওপর এখনও কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। যদিও গত সপ্তাহে ইউরোপীয়ন ফুটবলের গভর্নিং বডি উয়েফা, বেলারুশের আন্তর্জাতিক ফুটবল আয়োজন করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বাহরিনে খেলা হওয়ায় এবিষয়ে ভারতের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন