খারাপ সময় মোহনবাগানের। সোমবার যুবভারতীতে ওড়িশা এফসির কাছে ৫-২ গোলে হেরে এএফসি কাপ থেকে বিদায় নিল সবুজ মেরুন ব্রিগেড। এদিন ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। গোল করেন হুগো বৌমস। এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি বাগান শিবির।
ম্যাচের ২৯ মিনিটে রয় কৃষ্ণার দুরন্ত গোলে ম্যাচে সমতা ফেরায় ওড়িশা। ফের ৩২ মিনিটে বাগানের জালে বল জড়ান ওড়িশা। ৪১ মিনিটে গ্লেন মার্টিন্সের ভুলে ফের গোল খায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানে।
৬৩ মিনিটে কিয়ান নাসিরির গোলে মোহনবাগান ব্যবধান কমালেও কোনও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পর পর দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে যুবভারতীতে হুয়ান ফেরান্দোর বাগানকে পরাস্ত করে ওড়িশা।
বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে, ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। সম পরিমাণ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওড়িশা এফসি। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৩ পয়েন্ট সংগ্রহ করে একদম শেষে রয়েছে মলদ্বীপের মাজিয়া এফসি। এএফসি কাপের আশা শেষ মোহনবাগানের। তবে ভারতের তরফ থেকে আশা জিইয়ে রেখেছে ওড়িশা এফসি। তাদের পরের ম্যাচ বাংলাদেশের বসুন্ধরার সাথে। পরবর্তী পর্বে ওঠার জন্য বসুন্ধরার বিরুদ্ধে ম্যাচটি জিততেই হবে রয় কৃষ্ণাদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন