মালদ্বীপের ক্লাব মাজিয়াকে হারিয়ে এএফসি কাপের নক আউট পর্বে পৌঁছে গেলো এটিকে মোহনবাগান। যুব ভারতীতে মাজিয়াকে ৫-২ গোলে পর্যুদস্ত করে জয় তুলে নিয়েছে ফেরান্ডোর ছাত্ররা। মেরিনার্সদের হয়ে জোড়া গোল করেছেন জনি কাউকো। এছাড়া একটি করে গোল করেছেন রয় কৃষ্ণা, সুভাশিষ বোস এবং কার্ল ম্যাগহাগ।
মঙ্গলবার বিকেলের ম্যাচে 'আই লিগ' জয়ী গোকুলাম কেরালা হেরে যাওয়ায় মেরিনার্সদের চাপ কিছুটা কমে। গোকুলাম জিতলে মেরিনার্সদের নক আউটে পৌঁছানো হতো না। কিন্তু বাংলাদেশের বসুন্ধরা কিংস গোকুলামকে হারিয়ে অ্যাডভান্টেজ এনে দেয় সবুজ-মেরুনদের।
যুবভারতীতে প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে মোহনবাগান। ম্যাচের ২৬ মিনিটের মাথায় জনি কাউকোর দুরন্ত গোলে এগিয়ে যায় তারা। এই গোলের মিনিট দশেক পরে মনভীর সিং-এর পাস থেকে ফের গোল করে কাউকো। ৩৭ মিনিটে ০-২ গোলে পিছিয়ে পড়া মাজিয়া প্রথমার্ধের ৪৫ মিনিটে একটি গোল পরিশোধ করে বিরতিতে যায়। মাজিয়ার হয়ে এই গোলটি করেন তানা।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ফের গোলের বন্যায় মাজিয়াকে ভাসিয়ে দেয় মেরিনার্সরা। ৫৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা, ৫৮ মিনিটে কোলাসোর ক্রস থেকে চতুর্থ গোলটি করেন সুভাশিষ আর ৭১ মিনিটে বাগানের হয়ে শেষ গোলটি করেন কার্ল ম্যাগহাগ। এই ম্যাচের ৭৩ মিনিটে তানা মাজিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন। তবে শেষ পর্যন্ত মাজিয়া আর গোল পরিশোধ করতে পারেনি। বড় ব্যবধানে জয় নিয়ে নক আউট পর্বে পৌঁছে যায় এটিকে মোহনবাগান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন