AFC Cup: মালদ্বীপে কোভিড প্রোটোকল ভাঙলো বেঙ্গালুরু এফসি, পিছিয়ে গেল পুরো টুর্নামেন্ট

FAM-এর পক্ষ থেকে মূল অভিযোগের আঙুল তোলা হয়েছে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। ফ্যামের অভিযোগ বায়ো বাবল ভেঙে বেঙ্গালুরু এফসি-র কিছু খেলোয়াড় বাইরে বেরিয়েছিলেন।
এ এফ সি কাপ
এ এফ সি কাপ ফাইল ছবি সংগৃহীত
Published on

পিছিয়ে গেল এএফসি কাপ। এটিকে মোহনবাগানকে ইতিমধ্যেই দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অফ মালদ্বীপের (FAM) পক্ষ থেকে একথা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবার কথা ছিলো এটিকে মোহনবাগানের। ১১ মে থেকে ২০ মে পর্যন্ত মালদ্বীপের মালেতে এই টুর্নামেন্ট হবার কথা ছিলো।

FAM-এর পক্ষ থেকে মূল অভিযোগের আঙুল তোলা হয়েছে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। ফ্যামের অভিযোগ বায়ো বাবল ভেঙে বেঙ্গালুরু এফসি-র কিছু খেলোয়াড় বাইরে বেরিয়েছিলেন। যার ফলে মালদ্বীপের কোভিড-১৯ প্রোটোকল ভঙ্গ হয়েছে। এ বিষয়ে মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী অভিযোগ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

তাঁর বক্তব্য অনুসারে বেঙ্গালুরু এফ সি এএফসি-র নিয়ম ভঙ্গ করেছে। অবিলম্বে বেঙ্গালুরু এফসিকে মালদ্বীপ ছেড়ে চলে যেতে হবে। কারণ এই প্রোটোকল ভাঙা মালদ্বীপ সরকার মানবে না।

উল্লেখ্য গতকালই মালদ্বীপের মালের রাস্তায় বেঙ্গালুরু এফসি-র কিছু খেলোয়াড়কে ছবি তুলতে দেখা যায়। এরপরেই মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী বেঙ্গালুরু এফসি-র আধিকারিকদের ওই খেলোয়াড়দের দেশে ফেরাতে বলেন। এই প্রোটোকল ভাঙার কারণে আর্থিক শাস্তির মুখেও পড়তে পারে বেঙ্গালুরু এফসি।

ফ্যামের পক্ষ থেকে এএফসিকে জানানো হয়েছে বেঙ্গালুরু এফসি এবং মালদ্বীপের ঈগল ক্লাবের মধ্যেকার ম্যাচটিও বাতিল করা হচ্ছে। আগামী মঙ্গলবার এই ম্যাচ হবার কথা ছিলো।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in