AFC Cup: কালবৈশাখীর পর যুবভারতীতে লিস্টন ঝড়! বসুন্ধরা কিংসকে উড়িয়ে দিলো মেরিনার্স

শনিবার যুবভারতীতে বল গড়ানোর মিনিট চারেক পরেই শুরু হয় ঝড়ের দাপাদাপি। স্টেডিয়ামের একটি অংশের চাল উড়ে যায় ঝড়ের দাপটে।
এটিকে মোহনবাগান
এটিকে মোহনবাগানছবি সৌজন্যে এটিকে মোহনবাগানের টুইটার হ্যান্ডেল
Published on

কালবৈশাখীর পর যুবভারতী সাক্ষী থাকলো লিস্টন ঝড়ের। অনবদ্য হ্যাটট্রিক করে ওপার বাংলার বসুন্ধরা কিংসকে উড়িয়ে দিলেন একাই। এএফসি কাপের প্রথম ম্যাচে গোকুলামের বিপক্ষে হারের পর আজ বসুন্ধরা কিংসকে ৪-০ গোলে হারিয়ে খেলায় নিজেদের বাঁচিয়ে রাখলো মেরিনার্সরা। লিস্টন কোলাসোর হ্যাটট্রিকের পাশাপাশি একটি গোল করেছেন ডেভিড উইলিয়ামস।

শনিবার যুবভারতীতে বল গড়ানোর মিনিট চারেক পরেই শুরু হয় ঝড়ের দাপাদাপি। স্টেডিয়ামের একটি অংশের চাল উড়ে যায় ঝড়ের দাপটে। এরপর পরিস্থিতি দেখে সাময়িক ভাবে ২-৩ মিনিট খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেফারি। তবে এরপরেই পরিস্থিতি বদলায়নি। মিনিট সাতেক খেলা চালিয়ে যাওয়ার পর আবার বন্ধ করে দিতে হয়। এরপর প্রায় ৫৩ মিনিট বন্ধ থাকার পর ফের মাঠে নামে এটিকে মোহনবাগান এবং বসুন্ধরা কিংস। যুবভারতীতে এরকম ঘটনা এর আগে কোনোদিন ঘটেছে কিনা তা জানা যায়নি।

ঝড় থামার পর পুনরায় খেলা শুরু হলে যুবভারতীতে মেরিনার্সদের হয়ে যুবভারতীতে ঝড় তোলেন লিস্টন কোলাসো। ২৫ মিনিটের মাথায় কার্ল ম্যাকহিউয়ের বাড়ানো পাস থেকে প্রথম গোলের মুখ খোলেন লিস্টন। এই গোলের দশ মিনিটের মধ্যেই ৩৪ মিনিটের মাথায় জনি কাউকোর দুরন্ত পাস থেকে আনিসুর রহমানকে পরাস্ত করেন কোলাসো।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মনবীরের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন লিস্টন। ৭২ মিনিটে লিস্টনকে তুলে নিয়ে তার পরিবর্তে ডেভিড উইলিয়ামসকে নামান ফেরান্দো। আর মাঠে নামার চার মিনিটের মধ্যেই বসুন্ধরার জালে দলের হয়ে চতুর্থ গোলটি করে দেন এই অজি ফরোয়ার্ড।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in