জয় দিয়েই এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২২-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু করলো ভারত। রবিবার রাতে দুবাইয়ের ফুজাইরাহ স্টেডিয়ামে প্রতিপক্ষ ওমানকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ভারতের অনুর্ধ্ব-২৩ দল। এই ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ভারত। ৬ মিনিটে রহিম আলির গোলের পর ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন বিক্রম প্রতাপ সিং। ওমানের হয়ে যোগ করা সময়ে ওয়ালিদ সেলিম একটি গোল করলেও ভারতের জয় অর্জনে কোনো অসুবিধা হয়নি।
মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে ভারতের সিনিয়র দল। সুনীল ছেত্রীদের শিরোপা জয়ের পর দ্রুত অনুর্ধ্ব-২৩ দলের সাথে যুক্ত হয়েছেন ইগর স্টিম্যাক। তাঁর হাত ধরে উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে চলা ২০২২ সালের এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে প্রথম ম্যাচে জয় এলো ভারত শিবিরে।
দুবাইয়ে প্রতিপক্ষরা থিতু হওয়ার আগেই, ভারত থেকে আক্রমণ শুরু করে। ম্যাচের পঞ্চম মিনিটেই বিক্রম একটি পেনাল্টি উপহার পেয়ে যান। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি রহিম আলি। ওমানি গোলরক্ষক ইব্রাহিম ইউসুফ সঠিক ভাবে বলকে অনুসরণ করলেও রহিম আলির নিখুঁত শট জাল স্পর্শ করে যায়।
১-০ গোলে এগিয়ে যাওয়ার পর-পরই আবারও ওমানের ডি বক্সের দিকে অনেকবার এগিয়ে যায় ভারত। এরপর ম্যাচের ৩৭ মিনিটে ওমানের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। রহিমের পাস থেকে গোল করে প্রথমার্ধের শেষে ভারতকে ২-০ গোলে এগিয়ে দেন তরুণ বিক্রম প্রতাপ সিং।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ভারতের সুযোগ ছিলো ৩-০ গোলে এগিয়ে যাওয়ার। তবে অনিকেত যাদব গোল করলেও তা অফ সাইডের জন্য বাতিল করা হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে আব্দুল্লা মহম্মদের ক্রস থেকে ওয়ালিদ সেলিম ওমানের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন