Paris Olympics 24: ৫২ বছর পর অলিম্পিকে ইতিহাস! অস্ট্রেলিয়াকে পরাস্ত করল ভারতীয় হকি দল

People's Reporter: ১৯৭২ সালের পর অলিম্পিকের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম জয় পেল ভারত। গত টোকিও অলিম্পিকে ভারতকে ৭-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
ভারতীয় হকি দল
ভারতীয় হকি দলছবি - সংগৃহীত
Published on

প্যারিস অলিম্পিকের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতিহাস রচনা করল ভারতীয় হকি দল। ৫২ বছর পর অলিম্পিকে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। এদিন অজিদের ৩-২ গোলে পরাজিত করল ভারত।

বেলজিয়ামের কাছে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হারতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিততে মরিয়া ছিলেন হরমনপ্রীতরা। কিন্তু সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়াকে বিগত ৫২ বছর ধরে হারাতে (অলিম্পিকে) পারেনি ভারতীয় হকি দল।

শুক্রবার খেলার শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখতে শুরু করে ভারত। ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল করে ভারতকে এগিয়ে দেন অভিষেক। দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত। হাফ-টাইমের আগে এক গোল দেয় অস্ট্রেলিয়া। হাফ-টাইমের পরে ভারতের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। নিজেদের দ্বিতীয় গোল করে খেলায় ফিরলেও ম্যাচ জেতা হল না অস্ট্রেলিয়ার।

উল্লেখ্য, ১৯৭২ সালের পর অলিম্পিকের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারত। গত টোকিও অলিম্পিকে ভারতকে ৭-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২০০৪ এথেন্স অলিম্পিকে ৪-৩ গোলে হেরেছিল ভারত। ২০০০ সিডনি অলিম্পিকে ২-২ ব্যবধানে ম্যাচ ড্র হয়েছিল। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে ১-০ গোলে জিতেছিল অস্ট্রেলিয়া। ১৯৮৪ লস এঞ্জেলস অলিম্পিকে ৪-২ ব্যবধানে পরাজিত হয়েছিল ভারতীয় হকি দল। ১৯৭৬ অলিম্পিকের প্লে-অফে শ্যুটআউটে ৫-৪ ব্যবধানে জেতে অস্ট্রেলিয়া। এই ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়েছিল। ওই অলিম্পিকেই গ্রুপ পর্বে ৬-১ গোলে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল ভারত। ১৯৭২ অলিম্পিকে অজিদের ৩-১ গোলে হারিয়েছিল ভারত।

অন্যদিকে, অলিম্পিকের ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে উঠেছেন মানু ভাকের। যোগ্যতা অর্জন পর্বে ৫৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছেন তিনি। তিরন্দাজিতে মিক্সড দলের সেমিফাইনালে উঠলেন ভারতের অঙ্কিতা ভকত এবং ধীরজ বোম্মাদেবারা। কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছেন তাঁরা।

ভারতীয় হকি দল
Manu Bhaker: ২ দিনের মধ্যে ভাঙা হবে বাড়ি! সরকারি নোটিশ পেয়েই অলিম্পিক ছেড়ে দেশে ফিরলেন মনুদের কোচ
ভারতীয় হকি দল
'১৫০ কোটির দেশে প্রতিভা খুঁজতে ব্যর্থ আমরা' - অলিম্পিকে ভারতের ব্যর্থতা নিয়ে মন্তব্য সুনীল ছেত্রীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in