KKR: লক্ষ্য গ্রামীণ প্রতিভা আবিষ্কার, ক্রিকেটের পর ফুটবলেও নজর নাইটদের

People's Reporter: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রাজনগর ব্লকের ১০-২০ বছর বয়সী ৫০ জন মেয়েকে বাছাই করে ফুটবল প্রশিক্ষণ শুরু করেছে কেকেআর এবং মীর ফাউন্ডেশন।
১০-২০ বছর বয়সী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ
১০-২০ বছর বয়সী মেয়েদের ফুটবল প্রশিক্ষণছবি - কে কে আরের ওয়েব সাইট
Published on

ক্রিকেটের পাশাপাশি এবার ফুটবলে গুরুত্ব দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান মেয়েদের তুলে আনার ক্ষেত্রে বড় পদক্ষেপ গ্রহণ করলো কে.কে.আর এবং মীর ফাউন্ডেশন।

কে.কে.আর এবং মীর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পিছিয়ে পড়া গ্রামীণ ও আদিবাসী এলাকার ক্রীড়াপ্রেমী মেয়েদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রাজনগর ব্লকের ১০-২০ বছর বয়সী ৫০ জন মেয়েকে বাছাই করে ফুটবল প্রশিক্ষণ শুরু করেছে তারা।

কলকাতা ভিত্তিক একটি বেসরকারি সংস্থা 'সৃজা'র সাথে কেকেআর এবং মীর ফাউন্ডেশন হাত মিলিয়ে কাজ করছে। এই মেয়েগুলি উঠে এসেছে কৃষক ও শ্রমিক পরিবার থেকে। এদের সকলেই শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টিকর খাবার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হয়। তাদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে প্রতিভা তুলে আনতে চায় শাহরুখ খানের দল।

কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "ক্রিকেট মাঠের বাইরেও কেকেআর অনেক কিছু করতে চায়। আমাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গে খেলার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা। মানুষের মধ্যে চেতনা তৈরি করা। সৃজা ইন্ডিয়ার অসাধারণ ফুটবল প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে তা আরও এক ধাপ এগোবে"।

মীর ফাউন্ডেশনের প্রধান কাঞ্চন যাদব বলেন, "আইপিএলের গত মরশুমে নাইট গলফ চ্যারিটি ইভেন্টে মীর ফাউন্ডেশন এবং কেকেআর একসাথে কাজ করবে বলে সবকিছু ঠিক হয়। আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উঠেছিল সেই সময়। তখন আমরা সিদ্ধান্ত নিই যে এই অর্থ ক্রীড়াক্ষেত্রেই খরচ করা হবে"।

১০-২০ বছর বয়সী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ
East Bengal: জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এই স্প্যানিশ ফুটবলারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল!
১০-২০ বছর বয়সী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ
Ambati Rayudu: 'পার্টনারশিপ ব্রেক'! যোগদানের ১০ দিনের মধ্যেই YSRCP ছাড়লেন প্রাক্তন ক্রিকেটার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in