মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হচ্ছে শিলিগুড়িতে

আগামী ৩০ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘ইস্টবেঙ্গল রোড’-এর উদ্বোধন হবে।
ইস্টবেঙ্গল ক্লাব
ইস্টবেঙ্গল ক্লাবফাইল ছবি
Published on

শিলিগুড়িতে ইতিহাস স্থাপন করতে চলেছে ইস্টবেঙ্গল। শিলিগুড়িতে এবার রাস্তার নামকরণ হতে চলেছে ইস্টবেঙ্গলের নামে। কিছু দিন আগেই শিলিগুড়িতে একটি রাস্তার নাম মোহনবাগান ক্লাবের নামে হয়েছে। মহানন্দা নদীর পাশে নীরঞ্জন ঘাটের ডানদিক থেকে সূর্যসেন পার্ক পযর্ন্ত বিস্তৃত রাস্তাটির নাম হয় ‘মোহনবাগান অ‍্যাভিনিউ’।

ইস্টবেঙ্গলের গড় হিসেবে পরিচিত শিলিগুড়িতে লাল-হলুদের নামে রাস্তা না হয়ে মোহনবাগানের নামে রাস্তার নাম হওয়ায় হতাশ হয়েছিলেন উত্তরবঙ্গের বহু লাল-হলুদ সমর্থক। যদিও এক মাসের মধ্যেই তাঁদের এই হতাশা কাটতে চলেছে। লাল-হলুদের গড়ে এবার রাস্তার নামকরণ হতে চলেছে শতাব্দী প্রাচীন ক্লাবের নামেও।

আগামী ৩০ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘ইস্টবেঙ্গল রোড’-এর উদ্বোধন হবে। উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গলের কর্মসমিতির সদস্যরা, ক্লাবের প্রাক্তন খেলোয়াড়রা এবং শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সমর্থকেরা।

ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল পরিস্থিতি গত কয়েক বছরে ছন্নছাড়া। যদিও আগামী মরসুমের জন্য দল গঠনে জোর দিয়েছে শতবর্ষ প্রাচীন ক্লাব। আইএসএল জয়ী কোচ কার্লস কুয়াদ্রাতকে কোচ হিসেবে নিয়োগ করছে ইস্টবেঙ্গল ক্লাব। কুয়াদ্রাত ২০১৭-১৮ মরশুমে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরুর দায়িত্ব নেন। প্রথম মরসুমেই সুনীলদের আইএসএল জেতান কুয়াদ্রাত। সেবছর চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, লিগ শিল্ডও ঘরে তুলেছিল বেঙ্গালুরু। টানা তিন বছর ধারাবাহিকতার সঙ্গে কাজ করেছেন কুয়াদ্রাত। এই নতুন কোচকে নিয়ে স্বপ্ন দেখছেন লাল হলুদ সমর্থকরা।

ইস্টবেঙ্গল ক্লাব
ভারতীয় দল থেকে কি ঋদ্ধিমান সাহার নাম বরাবরের মতো মুছে গেল! কী বলছেন বাংলার ক্রিকেটার
ইস্টবেঙ্গল ক্লাব
৫০০ ওডিআই জয়! অস্ট্রেলিয়া, ভারতের পর তৃতীয় দেশ হিসেবে বড় নজির পাকিস্তানের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in