সুনীল ছেত্রীর পর ভারতে কি আর স্ট্রাইকার নেই? মুখ খুললেন বাইচুং, বিজয়ন

বিজয়ন বলেন, সুযোগ না পেলে স্ট্রাইকাররা উঠে আসবে কোথা থেকে? আমাদের দেশে আইএসএল আর আই লিগ এবং অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয় সবগুলোতে স্ট্রাইকারের জায়গায় বিদেশীদের খেলানো হয়।
বাইচুং ভুটিয়া ও আইএম বিজয়ন
বাইচুং ভুটিয়া ও আইএম বিজয়নছবি - সংগৃহীত
Published on

নিজের ফুটবল কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে সুনীল ছেত্রী। সুনীলের পরে ভারতীয় স্ট্রাইকার কে হবে? এই চিন্তায় ভারতীয় ফুটবলমহল। এই বিষয় নিয়ে মুখ খুললেন ভারতের সর্বকালের অন্যতম সেরা দুই স্ট্রাইকার বাইচুং ভুটিয়া ও আইএম বিজয়ন।

গড়িয়াতে একটি ফুটবল টুর্নামেন্টে এসে বাইচুং জানান, 'এখনও কোনো স্ট্রাইকারকে দেখছি না যে ভারতীয় দলে টানা ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে। তবে আশা করছি খুব তাড়াতাড়ি নতুন তারকা উঠে আসবে।'

আই এম বিজয়নও আমন্ত্রিত ছিলেন ওই একই টুর্নামেন্টে। তিনি বলেন, 'সুযোগ না পেলে স্ট্রাইকাররা উঠে আসবে কোথা থেকে? আমাদের দেশে আইএসএল আর আই লিগ এবং অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয় সবগুলোতে স্ট্রাইকারের জায়গায় বিদেশীদের খেলানো হয়। এভাবে তো স্ট্রাইকার উঠে আসবে না।'

কিছুদিন আগে ভারতের কোচ ইগর স্টিমাচ বলেন, 'সুনীল ছেত্রীর যা বয়স, সম্ভবত এবার তাকে ফুটবল থেকে বিদায় নিতে হবে। এটাই হয়তো তার শেষ ফুটবল মরশুম। শেষ এশিয়ান কাপে খেলবে। আমি নিশ্চিত আগামী কয়েকটা মাস সুনীলকে সেরা ফর্মে পাওয়া যাবে। গোটা মরসুমে ওকে সেভাবে খেলতে দেখা যায়নি। অধিকাংশ সময়ে রিজার্ভ বেঞ্চে বসেছিল। সুযোগের জন্য অপেক্ষা করছিল। নিজেকে প্রস্তুত করেছে এবং কয়েক কেজি ওজন কমিয়েছে। যা এই বয়সে সামলানো খুবই কঠিন।'

বাইচুং ভুটিয়া ও আইএম বিজয়ন
সৌরভ গাঙ্গুলির থেকে ক্রিকেট শিখবেন - কলকাতায় আসার আগে ভিডিওতে বার্তা মার্টিনেজের
বাইচুং ভুটিয়া ও আইএম বিজয়ন
বেঙ্গালুরু ছেড়ে নিজের পুরোনো ক্লাবেই ফিরছেন রয় কৃষ্ণা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in