চলতি সপ্তাহেই পড়ছে ক্লাব ফুটবলে বিরতি। এই অবসরে মাঠে নামছে জাতীয় দলগুলো। ইউরোপে শুরু হচ্ছে উয়েফা ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। বিশ্বকাপের পর এই প্রথমবার মাঠে নামতে চলেছে দুই লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা এবং ব্রাজিলও।
আগামী শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পানামার। তিন দিন পর মঙ্গলবার ভারতীয় সময় দিবাগত রাত আড়াইটায় আবার মাঠে নামবেন মেসিরা। প্রতিপক্ষ ছোট্টো দ্বীপরাষ্ট্র কুরাকাও। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনায়।
এই বিরতিতে ব্রাজিলও খেলবে একটি প্রীতি ম্যাচ। শনিবার ভারতীয় সময় রাত সাড়ে তিনটায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবেন সেলেসাওরা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপে চমকে দেওয়া 'অ্যাটলাসের সিংহ'-দের ঘরের মাঠে।
চলতি বছরের নভেম্বরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। কনমেবল ইতিমধ্যেই সূচি প্রকাশ করেছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কোভিড বিধিনিষেধ না মানায় ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পর ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপে পণ্ড হয়েছিল। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ।
এই সপ্তাহ থেকে ইউরোপে শুরু হচ্ছে ইউরো কাপের বাছাইপর্বের লড়াই। ২৪ মার্চ মুখোমুখি হবে ইংল্যান্ড-ইতালি। পরের দিন আর এক হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে ফ্রান্স-নেদারল্যান্ডস। পোল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, স্পেন সহ ইউরোপের আরও অনেক দেশ এই সপ্তাহে বাছাইপর্ব খেলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন