ক্রোয়েশিয়ার কাছে হারের পর ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিতে। নতুন কোচের সন্ধানে রয়েছে সেলেকাওরা। এবার নতুন কোচের জন্য চিরাচরিত নিয়মের বাইরে যেতে চায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের ইতিহাস কখনো সেদেশের ছাড়া অন্য দেশের কোচ নিয়োগের কোনো নজির নেই। এবার সম্ভবত সেটাই হতে চলেছে। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে চাইছে সেলেকাওরা। আর ইতালিয়ান কোচ তাতে সম্মতিও জানিয়েছেন বলে খবর।
বর্তমানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দায়িত্বে রয়েছেন 'ডন' কার্লো। চলতি মরশুমটা লস ব্ল্যাঙ্কোসদের সাথেই শেষ করতে চান তিনি। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশন যদি ২০২৩ সালের জুন পর্যন্ত অপেক্ষা করে তবে ইউরোপীয়ন ক্লাব ফুটবলের এই কিংবদন্তী কোচ দায়িত্ব নিতে প্রস্তুত।
২০২১ সালে দ্বিতীয় বারের জন্য রিয়াল মাদ্রিদে ফিরে আসেন আনচেলত্তি। গত মরশুমে 'গ্যালাকটিকস' দের হয়ে লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। রিয়ালের সাথে আনচেলত্তির চুক্তি রয়েছে ২০২৪ সাল পর্যন্ত। তবে ব্রাজিল যদি তাঁর জন্য অপেক্ষা করে, তবে চলতি মরশুমের শেষেই তিনি লাতিন আমেরিকার দেশটির প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফলতম কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচ, রিয়াল মাদ্রিদের সাথে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ। কোচ হিসেবে মিলানের সাথে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লীগ। খেলোয়াড় হিসেবে মিলানের হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ। একমাত্র কোচ হিসেবে ইউরোপীয়ন ক্লাব ফুটবলের শীর্ষ পাঁচ লিগের প্রত্যেকটি খেতাব জিতেছেন তিনি। তবে আন্তর্জাতিক স্তরে এখনও কোচের দায়িত্ব পালন করেননি তিনি। অনুমান করা হচ্ছে বর্ণাঢ্য কোচিং কেরিয়ারের ইতি তিনি ব্রাজিলের দায়িত্ব নিয়েই করতে চান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন