ফের গড়াপেটার কালো ছায়া ভারতীয় ফুটবলে। চলতি আই লিগের একাধিক ফুটবলারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানতে পেরেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি আই লিগের কয়েকজন ফুটবলারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছে। ফুটবল ও ফুটবলারদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে থাকে এআইএফএফ। ফলে কোনও ভাবে ফুটবল বা ফুটবলাররা যাতে কালিমালিপ্ত না হন সেজন্য জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে ফেডারেশন।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, আমরা ফুটবলারদের কাছে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার তথ্য পেয়েছি। সমস্ত ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।'
গত অক্টোবর মাসে ১৩টি দলকে নিয়ে হোম আর অ্যাওয়ে ভিত্তিতে আই লিগ শুরু হয়েছে। ৪০টির বেশি ম্যাচ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভালো জায়গায় রয়েছে বাংলার মহামেডান স্পোর্টিং। আই লিগ চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে পরের মরসুমে আইএসএলে খেলার।
২০১৮ সালের আই লিগে মিনার্ভা পাঞ্জাব ফুটবল ক্লাবের একাধিক ফুটবলারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছিল ফেডারেশন।মিনার্ভা অ্যাকাডেমি এবং ফুটবল দলের কর্ণধার রণজিৎ বাজাজের দাবি ছিল দলের দুই ফুটবলারকে ৩০ লাখ টাকার লোভ দেখানো হয়েছিল। তার প্রমাণ ছিল তাঁর কাছে। দলের দুই ফুটবলারই নাকি এই ম্যাচ গড়াপেটার প্রলোভনের কথা তাঁকে জানিয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন