AFC Cup: এএফসি কাপের আগে হতাশ ভারতীয় ফুটবল দলের কোচ স্টিম্যাচ! কিন্তু কেন?

People's Reporter: আগামী বছরের ১৩ জানুয়ারি কাতারে এএফসি এশিয়ান কাপ খেলতে নামবেন স্টিম্যাচের ছাত্ররা। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার প্রথমেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
ইগর স্টিম্যাচ
ইগর স্টিম্যাচছবি - সংগৃহীত
Published on

চলতি বছরে এশিয়ান গেমসের আগে দল গঠন করা নিয়ে সমস্যায় সম্মুখীন হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ। এবার তাঁদের পরবর্তী লক্ষ্য এএফসি এশিয়ান কাপ। যা আগামী বছরের প্রথমেই শুরু হতে চলেছে। আসন্ন প্রতিযোগিতায় গোটা দলকে কি পাবেন ইগর? সেই নিয়েই মুখ খুললেন ভারতের ক্রোয়েশিয়ান কোচ।

আগামী বছরের ১৩ জানুয়ারি কাতারে এএফসি এশিয়ান কাপ খেলতে নামবেন স্টিম্যাচের ছাত্ররা। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার প্রথমেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। কাতারে এই টুর্নামেন্ট শুরুর আগে ছাত্রদের নিয়ে চার সপ্তাহের একটি বিশেষ প্রস্তুতি শিবির তৈরির পরিকল্পনা রয়েছে স্টিম্যাচের।

এই প্রসঙ্গে তিনি জানান, "২৯ ডিসেম্বর আইএসএলে দু’টি ম্যাচ রয়েছে। এর পরেই এশিয়ান কাপের জন্য বিরতি শুরু হচ্ছে। ফলে মাত্র ১৩ দিনের প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে হবে। আমরা এশিয়ান কাপের আগে একটা প্রস্তুতি ম্যাচ পেলে বেশি সুবিধা হতো। কিন্তু সেটা হবে না"।

তিনি আরও বলেন, এএফসি কাপের জন্য অন্যান্য দলগুলি আমাদের থেকে অনেক বেশি দিন সময় পাচ্ছে প্রস্তুতির জন্য। তবে এইসব নিয়ে ভেবে লাভ নেই। যতটুকু সময় পাবো ছেলেদের তৈরি করে নেবো। আমরা ভালো ফলের লক্ষ্যেই নামবো। ছেলেরাও এই টুর্নামেন্টে নামার জন্য মুখিয়ে আছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

ইগর স্টিম্যাচ
Subrata Paul: বর্ণময় কেরিয়ারের ইতি, ফুটবল থেকে অবসর নিলেন ভারতের 'স্পাইডারম্যান' সুব্রত পাল
ইগর স্টিম্যাচ
Santos FC: ১১১ বছরে এই প্রথম অবনমন নেইমার, পেলের পুরনো ক্লাব স্যান্টোসের, ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in