ফের ডামাডোল ভারতীয় ফুটবলে। বরখাস্ত হলেন ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণ। কোনো সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন ফেডারেশনের সহ সচিব সত্যনারায়ণ। বৃহস্পতিবার ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক আছে। সেখানে পরবর্তী সচিব ঠিক হওয়ার সম্ভবনা রয়েছে।
মাত্র এক বছর আগেই নতুন কমিটি গঠন হয়। কল্যাণ চৌবে সভাপতি আর সচিব পদে নিয়োগ করা হয়েছিল সাজিকে। কিন্তু সাজির কাজকর্মে খুশি ছিলেন না ফেডারেশনের বাকি কর্তারা। সূত্রের খবর, সভাপতি কল্যাণ চৌবে সহ কার্যকরী কমিটির অনেকের সঙ্গে সাজির ঝামেলা চলছিল। যার ফলে অ্যাডভাইসরি কমিটি গঠন করা হয়। সাজির ডানা যে ছাঁটা হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়া হয়। তারপর ডেপুটি জেনারেল করা হয় কর্ণাটক ফুটবল অ্যাসোসিয়েশনের সত্যনারায়ণকে।
ফেডারেশনের বেশ কিছু স্টাফকে চাকরি থেকে সরানো হয়েছে। একই ভাবে বেশ কিছু স্টাফকে চাকরি দেওয়াও হয়েছে। অর্থকরী বিভাগের প্রধান মনোজ গুপ্তকেও সরিয়ে দেওয়া হয়েছে।
নতুন স্টাফদের নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন অভিজিত্পাল। ফিনান্স কমিটির কেউই নাকি এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না। এমনকি এই নিয়োগের ফলে আর্থিক ভাবে ফেডারেশনের কতটা সুবিধা হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন কার্যকরী কমিটির এই সদস্য। আর্থিক বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাবও দিয়েছেন অভিজিত্।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন