আইএসএলের একাধিক ক্লাবে থাবা বসিয়েছে করোনা। একাধিক ম্যাচ স্থগিত করা হলেও গোয়াতে বন্ধ হয়নি টুর্নামেন্ট। তবে ভারতের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট সন্তোষ ট্রফি পিছিয়ে দেওয়া হচ্ছে করোনার প্রকোপে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ, কেরালার মাল্লাপুরামে সন্তোষ ট্রফি আয়োজিত হওয়ার কথা ছিলো। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
২৬ জানুয়ারি একটি বিবৃতিতে এআইএফএফের পক্ষ থেকে জানানো হয়েছে, "প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায়, কেরালা সরকারের সঙ্গে আলোচনার পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ, সন্তোষ ট্রফি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআইএফএফের তরফে ইতিমধ্যেই অংশগ্রহণকারী সকল রাজ্য সংস্থাগুলিকে এই বিষয়ে জানানো হয়েছে।"
আগামী ফেব্রুয়ারী মাসে পরিস্থিতি খতিয়ে দেখে টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আপাতত স্থগিত থাকছে এই টুর্নামেন্ট।
সন্তোষ ট্রফি পিছিয়ে দেওয়া হলেও গোয়াতে বন্ধ হয়নি দেশের সর্বোচ্চ লীগ আইএসএল। এটিকে মোহনবাগান, ব্যাঙ্গালুরু এফসি, এসসি ইস্টবেঙ্গল সহ প্রায় সমস্ত ক্লাবেই করোনা থাবা বসিয়েছে। বেশ কয়েকটি ম্যাচ স্থগিত রাখা হয়েছিলো। তবে পুনরায় আইএসএলের মাঠে বল গড়িয়েছে। আইএসএল চললেও সন্তোষ ট্রফি পিছিয়ে দেওয়ার কারণে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগও উঠছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন