ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে। ফলে বোলিং বিভাগে বাড়তি দায়িত্ব নিতে হতো সিরাজকে। কিন্তু লাঞ্চের আগে ৩ উইকেট নিয়ে সিরাজের ওপর থেকে বাড়তি দায়িত্ব কমালেন বাংলার আকাশদীপ। অভিষেক টেস্টেই এই নজির গড়ে সকলকে অবাক করে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু করেছে ভারত। শুক্রবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। অধিনায়ক রোহিত শর্মা প্রথম থেকেই চাইছিলেন ব্রিটিশ ব্যাটাররা যেন বাউন্ডারি বেশি মারতে না পারে। সেই ভাবেই নির্দেশ দিয়েছিলেন বোলারদের। এই টেস্টেই অভিষেক হয় আকাশদীপের। প্রথমে একটি উইকেট নিয়েছিলেন আকাশদীপ। কিন্তু নো বল হওয়ার কারণে সেটি বাতিল হয়ে যায়।
তবে আকাশদীপ নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। ইংল্যান্ডের প্রথম ৩ টি উইকেট নেন আকাশদীপ। ৪৭ রানে প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। ৪২ রান করে ফিরে যান জ্যাক ক্রাউলে। পরে ০ রান করে ফিরে যান ওলি পোপ। আকাশদীপের ৩ নম্বর শিকার হন বেন ডাকেট। ১১ রান করে আউট হয়ে যান তিনি। মাত্র ১০ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামান বাংলার পেসার আকাশদীপ।
এছাড়া ভারতের হয়ে ১ টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। সিরাজ ৬ ওভার বলে করে আপাতত ৪৩ রান দিয়েছেন। তিনি এখনও কোনও উইকেট পাননি।
আকাশদীপের পারফর্ম্যান্স দেখে অনেকেই মুগ্ধ। কেউ কেউ বলছেন জসপ্রীত বুমরাহ-র অভাব পূরণ করলেন তিনি। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ টি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিন। প্রথম সেশনে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ১১২ রান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন