সৌদির ক্লাবে নেইমার! ১৪০০ কোটি টাকারও বেশি খরচ করে ব্রাজিলীয়ান তারকাকে নিতে মরিয়া আল হিলাল

আল হিলালের এক আধিকারিক জানিয়েছেন, নেইমার যদি আমাদের প্রস্তাবে রাজী হন তাহলে পিএসজির সাথে ট্রান্সফার ফি নিয়ে আলোচনায় বসবো। এখনই কিছু চূড়ান্ত নয়।
নেইমার
নেইমার ফাইল ছবি সংগৃহীত
Published on

রোনাল্ডোর পর এবার নেইমার জুনিয়র! সৌদির ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন ব্রাজিলীয় তারকা। চুক্তি না হলেও একাধিক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

বেশ কয়েকদিন ধরেই নেইমারকে নিয়ে জল্পনা চলছে। প্রথমে শোনা গিয়েছিল পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন তিনি। কিন্তু প্রথম নেইমারকে ফেরাতে রাজী হননি ক্লাব কর্তৃপক্ষ। পরে অবশ্য ব্রাজিলীয় তারকার সাথে যোগাযগ করলে কোনো সদুত্তর পাননি। ফ্রান্সের এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২৫ সাল পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইনের সাথে চুক্তি থাকলেও অন্য ক্লাবে যেতে চাইছেন নেইমার। এই সুযোগ কাজে লাগাতে চাইছে আল হিলাল।

আল হিলালের এক আধিকারিক জানিয়েছেন, নেইমার যদি আমাদের প্রস্তাবে রাজী হন তাহলে পিএসজির সাথে ট্রান্সফার ফি নিয়ে আলোচনায় বসবো। এখনই কিছু চূড়ান্ত নয়।

এই নেইমারকেই রেকর্ড ২২০ মিলিয়ন ইউরো খরচ করে বার্সেলোনা থেকে নিয়েছিল পিএসজি। জানা যাচ্ছে আল হিলালের পক্ষ থেকে নেইমারকে মরসুম পিছু ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় যা ৭৭০ কোটি টাকারও বেশি। দু'বছরের জন্য নেইমারকে দলে নিতে চাইছে আল হিলাল।

মেসি পিএসজি ছেড়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল নেইমারও পিএসজি ছেড়ে দেবেন। শুধু নেইমারই নন সৌদির ক্লাবে খেলার প্রস্তাব গিয়েছিল এমবাপ্পের কাছেও। যদিও জল্পনায় জল ঢেলে তিনি মন্তব্য করেন - 'যাঁদের কেরিয়ার শেষের দিকে তাঁরা সৌদি লিগে যান।'

উল্লেখ্য, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি লিগে যাওয়ার পর সাদিও মানে, করিম বেঞ্জেমা, ফারমিনহো সহ একাধিক ইউরোপের ক্লাবে দাপিয়ে খেলা তারকারা সৌদি লিগে বর্তমানে খেলছেন। মেসির জন্যও ঝাঁপিয়ে ছিল আরেক সৌদি ক্লাব আল ইতিহাদ। কিন্তু মেসি গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে।

নেইমার
IND VS WI: 'দিশাহীন অধিনায়কত্ব' - সিরিজ হারতেই হার্দিক ও ভারতীয় দলকে কটাক্ষ প্রাক্তন তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in