UEFA EURO 2024: মাঠের মধ্যেই উস্কানিমূলক মন্তব্য! ফুটবলারকে দু'ম্যাচ সাসপেন্ড UEFA-র

People's Reporter: ঘটনাটি ঘটেছে আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ম্যাচ শেষে। ২-২ গোলে ড্র করার পর আলেবনিয়ার সমর্থকদের সাথে উচ্ছ্বাসে মাতেন ডাকু। সেই সময়ই তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ।
মির্লিন্দ ডাকু
মির্লিন্দ ডাকুছবি - সংগৃহীত
Published on

ইউরোর ম্যাচগুলি সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখতে আগেই কড়া বার্তা দিয়েছিল উয়েফা। সেই নিয়ম ভঙ্গের কারণে শাস্তি পেতে হলো আলবেনিয়ার ফুটবলার মির্লিন্দ ডাকুকে। তাঁর বিরুদ্ধে সার্বিয়া বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ম্যাচ শেষে। ২-২ গোলে ড্র করার পর আলেবনিয়ার সমর্থকদের সাথে উচ্ছ্বাসে মাতেন ডাকু। সেই সময়ই তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। উত্তর ম্যাসিডোনিয়া এবং সেখানকার বসবাসকারী সার্বদের কটূক্তি করেন। এমনকি সার্বদের 'খুন' করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

রবিবার উয়েফার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, আচরণ ভঙ্গ এবং মৌলিক নিয়ম লঙ্ঘন করেছেন ডাকু। তিনি খেলার পরিবেশ নষ্ট করেছেন। যা ফুটবল প্রতিযোগিতার সম্মান নষ্টের সমান। তাই ওই ফুটবলারকে পরবর্তী দুটি ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। উয়েফার নিয়ম ও শৃঙ্খলা রক্ষা বোর্ড আলবেনিয়ার ফুটবল বোর্ডকেও জরিমানা করেছে। আতশবাজি জ্বালানো এবং মাঠের মধ্যেই উস্কানিমূলক বক্তব্যের কারণে ৪৭,৫০০ পাউন্ড জরিমানা হয়েছে।

পাশাপাশি ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকেও জরিমানা করেছে উয়েফা। মাঠের মধ্যে একাধিক জিনিস ছোড়া এবং আতশবাজি জ্বালানোর অপরাধে ২৮,০০০ পাউন্ড জরিমানা দিতে হবে ক্রোয়েশিয়াকে।

উল্লেখ্য, উত্তর ম্যাসিডোনিয়ার একটি অংশে সার্বদের বসবাস। এরা নিজেদেরকে সার্বিয়ান বলেই পরিচয় দেয়। আর উত্তর ম্যাসিডোনিয়াতে বসবাসকারী ২৪.৩ শতাংশ জনগণ আছে যারা নিজেদেরকে আলবেনিয়ান বলেই পরিচয় দেয়। ফলে এদের মধ্যে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব রয়েছে।

মির্লিন্দ ডাকু
UEFA EURO 2024: ইতালিকে হারিয়ে সেমিতে উঠতে চায় ক্রোয়েশিয়া, আলবেনিয়ার সামনে কঠিন প্রতিপক্ষ স্পেন
মির্লিন্দ ডাকু
T20 World Cup 24: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করতে মরিয়া ভারত!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in