ফিরে দেখা ২০২৩, একনজরে ভারতীয় ক্রীড়া জগতের সব গুরুত্বপূর্ণ খবর

People's Reporter: এশিয়ান গেমসে সবথেকে বেশি সোনা ও মোট পদক এই বছরেই জিতেছে ভারত। এর আগে এত বেশি পদক জেতেনি ভারতীয় অ্যাথলিটরা।
ফিরে দেখা ২০২৩
ফিরে দেখা ২০২৩গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেলো। তবে ২০২৩ সালে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে একদিকে যেমন একাধিক ইতিহাস সৃষ্টি হয়েছে তেমনই অনেক দুঃখ পাওয়ার মতো ঘটনাও ঘটেছে। একনজরে দেখা যাক ২০২৩ সালে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে হার জিতের সব গুরুত্বপূর্ণ খবর।

এশিয়ান গেমস:

এশিয়ান গেমসে সবথেকে বেশি সোনা ও মোট পদক এই বছরেই জিতেছে ভারত। এর আগে এত বেশি পদক জেতেনি ভারতীয় অ্যাথলিটরা। ২০২৩ এশিয়ান গেমসে ভারত মোট ১০৭টি পদক জেতে। যার মধ্যে সোনা ২৮টি, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ ছিল।

চিরাগ-সাত্ত্বিক জুটি:

ভারতীয় এই তারকা ব্যাডমিন্টন জুটির জন্য ২০২৩ সাল ছিল স্বপ্নের বছর। এশিয়ান গেমসে ভারতকে সোনা এনে দিয়েছেন তাঁরা। এছাড়া এশিয়া চ্যাম্পিয়নশীপেও চ্যাম্পিয়ন হয় এই জুটি। অক্টোবর মাসে ব্যাডমিন্টনে বিশ্ব র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান দখল করে চিরাগ সাত্ত্বিক জুটি।

দাবা ও রমেশবাবু প্রজ্ঞানন্দন:

৩৭ বছর পর শীর্ষ স্থান হারান গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ। তাঁকে পিছনে ফেলে ভারতের এক নম্বর দাবাড়ু হন ডি গুকেশ।

অন্যদিকে দাবার বিশ্বচ্যাম্পিয়নশীপে বিশ্বের ২ নম্বর এবং ৩ নম্বর দাবাড়ুকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। তবে ফাইনালে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান তিনি।

অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি:

১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে ক্রিকেট সহ মোট ৫টি খেলার অন্তর্ভুক্তিকরণে সিলমোহর পড়ে। শেষবার ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। ২০২৮ অলিম্পিক থেকেই ক্রিকেট হবে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই টি-২০ ফরম্যাটে খেলা হবে। ক্রিকেট ছাড়া বেসবল/সফটবল, স্কোয়াশ, ফ্ল্যাগ ফুটবল এবং ল্যাক্রোসেও সম্মতি দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি(IOC)।

ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ ও ভারত:

২০১১ সালের পর ২০২৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। পুরো টুর্নামেন্টে দাপটের সাথে খেলে রোহিত অ্যান্ড কোম্পানি। এই বিশ্বকাপেই শচীন তেন্ডুলকরের সেঞ্চুরির রেকর্ড ভাঙেন বিরাট কোহলি। এছাড়া বিশ্বকাপে দ্রুততম ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মহম্মদ শামি। ৫০টি উইকেট নিতে শামির দরকার হয়েছে মাত্র ১৭টি ইনিংস। তবে ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় টিম ইন্ডিয়াকে। ঘরের মাঠে ফের একবার বিশ্বকাপ জয় অধরাই থেকে গেলো ভারতের কাছে।

মহিলা ক্রিকেট:

ভারতের মহিলা ক্রিকেট দলও নজরকাড়া পারফর্ম্যান্স করেছে টেস্ট ক্রিকেটে। তারা ঘরের মাঠে প্রথমে ইংল্যান্ড মহিলা দলকে ৩৪৭ রানে হারায়। পরে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে পরাস্ত করে হরমনপ্রীতরা।

ভারতীয় ফুটবল:

২০২৩ সাল ভারতের ফুটবলে মনে রাখার মতো একটি বছর। এই বছরেই ভারত শক্তিশালী কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এছারা ইন্টারকন্টিনেন্টাল কাপও জেতে সুনীলরা। ২০২৩ সালেই হাঙ্গেরীর কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসকে টপকে যান সুনীল ছেত্রী।

নীরজ চোপড়া:

২০২৩ সালে দোহা ডায়মন্ড লিগ এবং লুজেন ডায়মন্ড লিগে সোনা জেতেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতেন নীরজ। পাশাপাশি প্যারিস অলিম্পিকের জন্যও যোগ্যতা অর্জন করেন।

আইপিএল:

দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল-র মিনি নিলাম। সেই নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হন দুই অজি তারকা। প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে সানরাইজার্স হায়দরাবাদ। অজি পেসার মিচেল স্টার্কে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কেনে কলকাতা নাইট রাইডার্স।

কুস্তি

ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি ব্রিজ ভূষণ ঘনিষ্ঠ হওয়ায় প্রতিবাদে গর্জে ওঠেন ভারতীয় কুস্তিগীররা। প্রতিবাদে কুস্তি ছাড়ার ঘোষণা করেন সাক্ষী মেইল। একের পর এক জাতীয় পুরস্কার ফেরাতে থাকেন ভীনেশ ফোগত, বজরং পুনিয়ারা।

ফিরে দেখা ২০২৩
Kanyashree Cup: দুই প্রাক্তনীর গোলেই হার ইস্টবেঙ্গলের! মধুর প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন শ্রীভূমি
ফিরে দেখা ২০২৩
দুর্যোধন-দুশাসনদের জগত হয়ে গেছে - দলিত মহিলাকে নগ্ন করে হাঁটানোর ঘটনায় পুলিশের উপর ক্ষুব্ধ হাইকোর্ট
ফিরে দেখা ২০২৩
Big News 2023: রাজনীতি থেকে খেলার ময়দান - ফিরে দেখা ২০২৩-র গুরুত্বপূর্ণ সব খবর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in