ICC Awards 2021: বর্ষসেরার লড়াইয়ে মাত্র দু'জন ভারতীয়, তালিকায় রয়েছেন কারা?

পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় রয়েছেন স্মৃতি মন্ধনা।
বর্ষসেরার লড়াইয়ে মাত্র দু'জন ভারতীয়
বর্ষসেরার লড়াইয়ে মাত্র দু'জন ভারতীয়ছবি ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

২০২১ সালের প্রদর্শনের ভিত্তিতে বর্ষসেরা ক্রিকেটারদের মনোনীত তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় রয়েছে দুজন ভারতীয়। পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় রয়েছেন স্মৃতি মন্ধনা। তবে ব্যক্তিগত বিভাগে তিনটি পুরস্কারের লড়াইয়ে নেই ভারতীয় তারকা বিরাট কোহলি। মাত্র দুজন ভারতীয় ক্রিকেটারই বর্ষসেরার দৌড়ে রয়েছেন।

বর্ষসেরা ক্রিকেটার (স্যার গ্যারি সোবার্স ট্রফি):-

১. জো রুট (ইংল্যান্ড)

২. শাহিন আফ্রিদি (পাকিস্তান)

৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

৪. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার:-

১. জো রুট (ইংল্যান্ড)

২. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)

৩. দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)

৪. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার:-

১. শাকিব আল হাসান (বাংলাদেশ)

২. বাবর আজম (পাকিস্তান)

৩. জানেমন মালান (দক্ষিণ আফ্রিকা)

৪. পল স্টার্লিং (আয়ারল্যান্ড)

বর্ষসেরা মহিলা ওয়ান ডে ক্রিকেটার:-

১. ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড)

২. লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)

৩. হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)

৪. ফতিমা সানা (পাকিস্তান)

বর্ষসেরা টি-২০ ক্রিকেটার:-

১. জোস বাটলার (ইংল্যান্ড)

২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

৩. মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)

৪. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)

বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটার:-

১. ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড)

২. গ্যাবি লুইস (আয়ারল্যান্ড)

৩. স্মৃতি মন্ধনা (ভারত)

৪. নাতালি সিভার (ইংল্যান্ড)

বর্ষসেরার লড়াইয়ে মাত্র দু'জন ভারতীয়
U-19 Asia Cup: শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবার অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব জিতলো ভারত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in