Khelo India: খেলো ইন্ডিয়ার বাংলা কোচের বিরুদ্ধে দুর্ব‍্যবহারের অভিযোগ! তদন্তে আইএফএ

People's Reporter: অভিযোগ পাওয়ার দুই ঘন্টার মধ‍্যে বাংলা কোচ অমিত ঘোষকে তলব করে দেখা করার নির্দেশ দেন সচিব অনির্বান দত্ত।
Khelo India: খেলো ইন্ডিয়ার বাংলা কোচের বিরুদ্ধে দুর্ব‍্যবহারের অভিযোগ! তদন্তে আইএফএ
ছবি - প্রতীকী
Published on

খেলো ইন্ডিয়ার বাংলা কোচের বিরুদ্ধে ফুটবলারের সঙ্গে দুর্ব‍্যবহারের অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। অনির্বান দত্তর কাছে কোচ অমিত ঘোষের নামে নালিশ জানিয়ে লিখিত অভিযোগ পত্র জমা দেন ফুটবলার রীতম ভট্টাচার্যের বাবা প্রবীর ভট্টাচার্য।

অভিযোগ পাওয়ার দুই ঘন্টার মধ‍্যে বাংলা কোচ অমিতকে তলব করে দেখা করার নির্দেশ দেন সচিব অনির্বান। আইএফএ সচিব অনির্বানের তলব পেয়ে বাংলা দলের ম‍্যানেজার শুভজিত সাহাকে সঙ্গে করে আইএফএ অফিসে হাজির হন বিতর্কিত কোচ অমিত ঘোষ। আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, "যে অভিযোগ পেয়েছি সেই বিষয়ে জানতে চেয়েছি। কোচ তাঁর বক্তব‍্য বলেছেন। এই মুহুর্তে আর বেশি কিছু বলতে চাই না"।

সচিব বেশি কথা না বললেও ফুটবলার রীতমের অভিযোগ নিয়ে কোচ অমিত ঘোষকে লিখিত চিঠি পাঠাতে চলেছে আইএফএ বলে জানা গেছে। তবে এই চিঠিতে কী লেখা থাকবে তা জানা যায়নি। কোনো কোচের বিরুদ্ধে কোনো ফুটবলার লিখিত অভিযোগ করছে তা সাম্প্রতিক কালে শোনা যায়নি।

Khelo India: খেলো ইন্ডিয়ার বাংলা কোচের বিরুদ্ধে দুর্ব‍্যবহারের অভিযোগ! তদন্তে আইএফএ
Praggnanandhaa: শীর্ষস্থান হারালেন বিশ্বনাথন, বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে প্রথম স্থানে প্রজ্ঞানন্দ!
Khelo India: খেলো ইন্ডিয়ার বাংলা কোচের বিরুদ্ধে দুর্ব‍্যবহারের অভিযোগ! তদন্তে আইএফএ
MS Dhoni: ধোনির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা! চাই ক্ষতিপূরণও - দাবি প্রাক্তন ব্যবসায়ী সহযোগীদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in