Alzarri Joseph: মাঠের মধ্যেই অধিনায়কের সাথে বচসা! দু'ম্যাচ নির্বাসিত এই ক্যারিবিয়ন তারকা

People's Reporter: পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন জোসেফ। তিনি বলেন, আমি নিজের আবেগকে ধরে রাখতে পারিনি।
নির্বাসিত আলজারি জোসেফ
নির্বাসিত আলজারি জোসেফছবি - সংগৃহীত
Published on

মাঠের মধ্যে অধিনায়কের সাথে বচসার জের, আলজারি জোসেফের উপর দু'ম্যাচের জন্য নিষেধাজ্ঞা জারি করল ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। পরবর্তী দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার বিবৃতি জারি করে জোসেফের নিষেধাজ্ঞার বিষয়ে জানায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অফ ক্রিকেট মাইলস বাসকম্বে বলেন, জোসেফের আচরণ কখনও দলের মূল্যবোধের সাথে যায় না। এটি অসামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, মাঠের মধ্যে এমন আচরণ উপেক্ষা করা যায় না। একই জিনিস যাতে আর না হয় তার জন্য সিদ্ধান্ত নিয়েই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন জোসেফও। তিনি বলেন, আমি নিজের আবেগকে ধরে রাখতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ এবং টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।

তিনি আরও বলেন, "আমি ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের কাছে আন্তরিক ক্ষমাও চেয়েছি। আমি বুঝতে পারি যে এটি সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। যে কোনো হতাশার কারণে আমি গভীরভাবে দুঃখিত।"

প্রসঙ্গত, বুধবার, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচে। চতুর্থ ওভারে ফিল্ড সেট করা নিয়ে অধিনায়ক শাই হোপের সাথে মতানৈক্য হয় জোসেফের। ওই ওভারের শেষে মাঠ ছেড়ে চলে যান জোসেফ। বেশ কিছুক্ষণ ১০ জনে খেলতে হয় ক্যারিবিয়নদের। সাইড লাইনে বসে ম্যাচ দেখছিলেন 'ক্ষুব্ধ' জোসেফ। পরে অবশ্য মাঠে ফেরেন তিনি। গোটা ম্যাচে দু'টি মূল্যবান উইকেট নেন জোসেফ। ৮ উইকেটে ম্যাচটি জেতে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয় ইংল্যান্ডকে।

নির্বাসিত আলজারি জোসেফ
Kylian Mbappe: রিয়ালে ঝড় - এমবাপ্পেতে অসন্তুষ্ট ব্রাজিলিয়ান তারকা, অপছন্দের জায়গায় অখুশি কিলিয়ানও
নির্বাসিত আলজারি জোসেফ
Indian Football Team: ভারতীয় ফুটবল দলে নেই আর কোনো বাঙালি! বাদ পড়লেন শুভাশিস বসুও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in