২১ বছর বয়সে পুরুষদের ৫৭ কেজি বিভাগে দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতে নজির গড়েছেন আমন সেরাওয়াত। কিন্তু তাঁর এই পথ সহজ ছিল না। শৈশবেই হারিয়েছিলেন বাবা, মা দুজনকেই। তারপর থেকে যাত্রাপথ খুব কঠিন হয়ে যায় সেরাওয়াতের। যদিও সবসময় পাশে পেয়েছেন নিজের কাকাকে।
২০০৩ সালে হরিয়ানার বিরোহারে জন্মগ্রহণ করেন আমন। সেখানেই বড় হওয়া। ১১ বছর বয়সে মা এবং ১২ বছর বয়সে বাবাকে হারান তিনি। মৃত্যুর আগে তাঁর বাবা কুস্তির প্রশিক্ষণের জন্য তাঁকে ছত্রসল স্টেডিয়ামে ভর্তি করেন। তারপর থেকে ধীরে ধীরে কুস্তিতে উন্নতি হতে থাকে আমনের।
এই স্টেডিয়ামে প্রশিক্ষণ নিয়েই সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, রবি দাহিয়া এবং বজরং পুনিয়া অলিম্পিক্সে পদক জয় করেছিলেন। বর্তমানে আমনও সেই তালিকায় নাম লেখালেন। ভারতীয়দের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে ব্রোঞ্জ পদক (ব্যক্তিগত ভাবে) জেতেন আমন।
অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ও সহজ ছিল না আমনের কাছে। কারণ তাঁর ওজন ৪.৫ কেজি বেড়ে যায়। কঠোর পরিশ্রম করে ৪.৬ কেজি ওজন কমিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১০ ঘন্টার মধ্যে এই কাজ করেন তিনি।
২০২২ অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পয়নশীপে ৫৭ কেজি বিভাগে সোনা জিতেছিলেন আমন সেরাওয়াত। ওই বছরই এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন আমন। ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নশীপে সোনা জিতেছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন