রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা অম্বতি রায়ডু। জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের শাসক দল YSRCP-তে যোগ দিতে পারেন তিনি। তবে এখনও নিশ্চিত কিছু জানাননি তারকা ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেটারদের সাথে রাজনীতির সম্পর্ক নতুন নয়। গৌতম গম্ভীর, নভজ্যোৎ সিং সিধু ছাড়াও আরও একাধিক ক্রিকেটার সরাসরি রাজনীতি করছেন। এবার কি এই তালিকায় যোগ হচ্ছে আম্বাতি রায়ডুর নাম? সম্প্রতি নিজের জন্মভূমি গুন্টুরে গিয়েছিলেন অম্বতি রায়ডু। ওই অঞ্চলের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যার কথা শোনেন। ৩৭ বছর বয়সী এই ভারতীয় তারকা সাংবাদিকদের জানান, 'আমি মানুষের সেব করতে চাই। অন্তত ভবিষ্যতে তেমনই পরিকল্পনা রয়েছে আমার। আমি খুব শীঘ্রই ঘোষণা করবো যে কোন প্ল্যাটফর্ম বেছে নেবো তাঁদের সেবা করার জন্য।'
প্রাথমিক ভাবে অনুমান করা যাচ্ছে তিনি রাজনীতির সাথে যুক্ত হতে পারেন। সরাসরি কিছু না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন রায়ডু। সূত্রের খবর অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল ওয়াই আর এস কংগ্রেস পার্টিতে যোগ দিতে পারেন তিনি।
অম্বতি রায়ডুর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা আরও বৃদ্ধি পায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির সাথে তাঁর সম্প্রতি হওয়া সাক্ষাৎ নিয়ে। এর আগে ওয়াই এস জগনমোহন রেড্ডির সাথে দু'বার দেখা করেছিলেন তিনি। দলীয় সূত্রে খবর, যদি রায়ডু দলে আসেন তাহলে গুন্টুর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আবার লোকসভা আসনেও লড়তে পারেন। সুনির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না।
২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে-তে ভারতের হয়ে অভিষেক করেন রায়ডু। টি-২০ তে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। ২৯ মে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন