গত বুধবারই কামিন্সের চার বছরের রাজত্বের অবসান ঘটিয়েছেন জিমি অ্যান্ডারসন। টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ বারের মতো দখল করেছেন সিংহাসন। এবার ব্রিটিশ স্পিড স্টারের মুকুটে লাগলো আরও এক নতুন পালক। শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরনের রেকর্ড ভেঙে টেস্টের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।
অবসর নেওয়ার এক দশক পরেও লঙ্কান লিজেন্ড মুরলিধরন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি। ক্রিকেটের এই ফরম্যাটে ৮০০ উইকেট নেওয়া তিনিই একমাত্র বোলার। বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে, মুরলিধরন দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ২২৮ টি উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার তিন উইকেট নিয়ে মুরলিকে পেছনে ফেলেছেন অ্যান্ডারসন।
দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানোর পর অ্যান্ডারসনের দ্বিতীয় ইনিংসে উইকেট সংখ্যা এখন ২৩১টি। ৯৮ টি টেস্টে ২৬.১৪ গড়ে এই সংখ্যায় পৌঁছেছেন জিমি। মুরলিধরন দ্বিতীয় ইনিংসে ২২৮ টি উইকেট নিয়েছিলেন ৬২ টি টেস্ট খেলে।
মজার বিষয় হল, দ্বিতীয় ইনিংসে (টেস্ট) মুরলিধরন এবং অ্যান্ডারসন মাত্র দুই বোলার যার ২০০-এর বেশি উইকেট নিয়েছেন। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা অজি কিংবদন্তী শেন ওয়ার্নের রয়েছে ১৯৩ টি উইকেট।
পাশাপাশি, টেস্টের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট তুলে নেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন। ১৫ বার এই কীর্তি অর্জন করেছেন তিনি। শীর্ষে রয়েছেন মুরলিধরন। শ্রীলঙ্কান গ্রেট দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ২১ বার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন