ক্রিকেট ময়দানে ফের দুসংবাদ। মুম্বইয়ে এক ম্যাচের ব্যাটসম্যানের শটে বল লেগে মৃত্যু হলো অন্য এক ম্যাচের ফিল্ডারের। মৃতের নাম জয়েশ সওয়ালা।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মাতুঙ্গার দাদকর ময়দানে। ওই মাঠে কচ্ছি ভিসা ওসওয়াল বিকাশ লেজেন্ড কাপের ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে। এই টুর্নামেন্টে ৫০ বছরের বেশি বয়সের প্লেয়াররা অংশগ্রহণ করেন। টি-২০ ফর্ম্যাটে চলে টুর্নামেন্টটি। একটি মাঠেই দুটি ম্যাচ চলছিল বলেই জানা গেছে।
এক মাঠে দুটো ম্যাচ চলাতেই বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য ম্যাচের ব্যাটসমান জোরে শট মারেন। সেই বল গিয়ে লাগে অপর একটি ম্যাচের ফিল্ডিং টিমের ফিল্ডার বছর ৫২-র জয়েশ সওয়ালার কানের নীচে। জয়েশ ওই ব্যাটারের দিকে পিছন করে দাঁড়িয়েছিলেন। সেই কারণে বল কোন দিক থেকে আসছে তিনি বুঝতেই পারেননি। বল লাগার সাথে সাথেই মাঠেই লুটিয়ে পড়েন ওই ক্রিকেটার। দ্রুত হাসপাতালে নিয়ে যান তাঁর সতীর্থরা। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের তরফ থেকে দুর্ঘটনার কারণে মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ইচ্ছাকৃত খুনের কোনো মামলা রুজু হয়েছে বলে জানা যায়নি। জয়েশের দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। পরে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এই টুর্নামেন্টটি নতুন নয়। দীর্ঘদিন ধরে চলে আসছে। আগেও এই ধরণের দুর্ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা হয়নি বলেই কর্তৃপক্ষ জানিয়েছে। এই প্রথম কোনো ক্রিকেটারের মৃত্যু হয়েছে এই টুর্নামেন্টে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন