CAB: সিএবি-র টুর্নামেন্টে জেল ফেরত অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা, উপস্থিত স্নেহাশিস গাঙ্গুলিও!

People's Reporter: সিএবির আন্তঃ জেলা টি২০ টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বীরভূমে। সেখানেই অনুব্রত মন্ডলকে সংবর্ধনা দেওয়া হলো।
অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা দেওয়ার মুহূর্ত
অনুব্রত মণ্ডলকে সংবর্ধনা দেওয়ার মুহূর্তছবি - সংগৃহীত
Published on

নৈহাটি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে'র সমর্থনে ময়দানের ৩ প্রধানের প্রচার নিয়ে সমালোচনা চলছে সব জায়গায়। এরই মাঝে বিতর্ক শুরু হল বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবিকে নিয়ে। সিএবি টুর্নামেন্টে সংবর্ধনা দেওয়া হল গরু পাচার মামলায় মূল অভিযুক্ত জেল ফেরত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে।

সিএবির আন্তঃ জেলা টি২০ টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বীরভূমের সিউড়ির ডিএসএ মাঠে। সেখানেই তিহার জেল থেকে সদ্য জামিনে মুক্তি পাওয়া তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে সংবর্ধনা দেওয়া হলো।

গরু পাচার মামলা সহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত। বীরভূমের জেলা তৃণমূল সভাপতির পদে থাকলেও দলের কোর কমিটিতে এখনও ব্রাত্য। সরকারি কোনও পদেও নেই। এমনকি বীরভূম জেলার কোনো ক্রীড়া সংস্থার পদেও নেই। তাহলে তাঁকে কেনো সংবর্ধনা দেওয়া হল, এই নিয়ে প্রশ্ন উঠছে।

অনুব্রত তিহার জেল থেকে ছাড়া পেয়ে যেদিন কলকাতা হয়ে বীরভূমে নিজের বাড়িতে ফেরেন সেদিন জেলা সফরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই সময় থেকে এখনও পর্যন্ত দেখা হয়নি অনুব্রতর। যদিও মমতা ব্যানার্জি আগে বলেছিলেন অনুব্রত জেল থেকে ফিরলে তাঁকে বীরের সম্মান দেওয়া হবে। সেটাই কি সিএবি দিল? তা নিয়েই উঠছে প্রশ্ন।

এদিন অনুব্রতকে ফুল ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। একইভাবে সংবর্ধিত করা হয়েছে বীরভূমের জেলাশাসক বিধান রায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে।

সিএবি সচিব নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস, সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, প্রাক্তন ক্রিকেটার ইন্দুভূষণ রায়-সহ সিএবির পদাধিকারী ও বিভিন্ন কমিটির কর্তারাও উপস্থিত ছিলেন সেখানে।

শোনা যাচ্ছে সামনের বছরই রয়েছে সিএবির নির্বাচন। সেক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থাগুলির ভোট গুরুত্বপূর্ণ। সিএবি সভাপতির উপস্থিতিতে রাজ্যের শাসক দলের বিতর্কিত ও প্রভাবশালী এক নেতার সংবর্ধনা গোটা ঘটনায় রাজনীতির রং লাগাল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in