Asian Games 2023: দলগত বিভাগের পর ব্যক্তিগত বিভাগ, প্রথম ভারতীয় হিসেবে পদক জয় বাংলার ছেলের

People's Reporter: অশ্বারোহণে দলগত বিভাগে সোনা জেতার পর ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন বাংলার অনুশ আগরওয়াল।
অনুশ আগরওয়াল
অনুশ আগরওয়ালছবি - ইন্ডিয়া অল স্পোর্টসের ট্যুইটার
Published on

অশ্বারোহণে দলগত বিভাগে সোনা জেতার পর ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন বাংলার অনুশ আগরওয়াল। ফলে ভারতের মোট পদকের সংখ্যা বেড়ে হলো ২৫।

এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসজ ইভেন্টের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন কলকাতার অনুশ আগরওয়াল। তাঁর পয়েন্ট ৭৩.০৩০। তিনিই প্রথম ভারতীয় যিনি এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিনের ব্যক্তিগত বিভাগে পদক জিতেছেন। এই ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেন হংকং-র সিউ জ্যাকলিন পান। তাঁর স্কোর ৭৩.৪৫০। সোনা জেতেন মালয়েশিয়ার মহম্মদ ইকবাল। তাঁর স্কোর ৭৫.৭৮০।

প্রসঙ্গত মঙ্গলবারই অশ্বারোহণ প্রশিক্ষণ বিভাগে (দলগত) সোনা জিতেছিল ভারত। ১৯৮২ সালের পর এই বিভাগে ভারতের ঝুলিতে আসে সোনার পদক। পাক্কা ৪১ বছরের পর ভারতের দিব্যাকৃতী সিংহ, অনুশ আগরওয়াল, সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেদা এই দলগত অশ্বারোহণ বিভাগে ভারতকে সোনা এনে দেন। দলগত বিভাগে দ্বিতীয় হয়েছিল চীন এবং তৃতীয় হয়েছিল হংকং।

এখনও পর্যন্ত ভারত জিতেছে ৬টি সোনা, ৮টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ। মোট ২৫টি পদক রয়েছে ঝুলিতে। চীন পেয়েছে ৮৩টি সোনা, ৪৮টি রুপো এবং ২৫টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের ঝুলিতে রয়েছে ২০টি সোনা, ২০টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। ১৭টি সোনা, ২৯টি রুপো এবং ২৫টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপান। চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তান। তাদের ঝুলিতে আছে ৬টি সোনা, ১০টি রুপো এবং ১৫টি ব্রোঞ্জ।

অনুশ আগরওয়াল
Asian Games 2023: এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা ভারতের, শ্যুটিং-র হাত ধরে এল ২৪তম পদক
অনুশ আগরওয়াল
Asian Games 2023: দ্রুততম সেঞ্চুরি থেকে সর্বাধিক রান! টি-২০ ক্রিকেটে রেকর্ডের পাহাড় নেপালের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in