Anwar Ali: ৪ মাসের জন্য নির্বাসিত আনোয়ার, শাস্তি ও জরিমানা ইস্টবেঙ্গলেরও

People's Reporter: আগামী দু’টি ট্রান্সফার উইন্ডোয় কোনও ফুটবলার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। ইস্টবেঙ্গল এবং আনোয়ার উভয় মিলে মোহনবাগানকে ১২ কোটি ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
আনোয়ার আলি
আনোয়ার আলিছবি - সংগৃহীত
Published on

আনোয়ার ইস্যুতে বিপাকে ইস্টবেঙ্গল ক্লাব। ফেডারেশনের স্ট্যাটাস কমিটি জানালো ডিফেন্ডার আনোয়ার আলির ইস্টবেঙ্গলে সই নিয়ম বহির্ভূত। সেই কারণে আনোয়ারকে ৪ মাসের জন্য সাসপেন্ড করা হল।

আনোয়ার ছাড়াও শাস্তি পেলো ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। আগামী দু’টি ট্রান্সফার উইন্ডোয় কোনও ফুটবলার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। ইস্টবেঙ্গল এবং আনোয়ার উভয় মিলে মোহনবাগানকে ১২ কোটি ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

গত মরসুমে আনোয়ার লোনে আসে মোহনবাগানে। চুক্তি থাকা অবস্থায় আনোয়ার প্রথমে দিল্লি এফসিতে ফিরে যান, পরে ইস্টবেঙ্গলে সই করেন। এরপরই মোহনবাগান অভিযোগ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সঙ্গে বৈঠক হয় আনোয়ার ও মোহনবাগানের। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চাইলে আনোয়ার তাঁর শাস্তির বিরুদ্ধে ফিফার কাছে আবেদন জানাতে পারেন।

অন্যদিকে ইস্টবেঙ্গল এই সিদ্ধান্তর বিরুদ্ধে আইনি পথে যাবে বলে জানা যাচ্ছে। ৫ বছরের জন্য ইস্টবেঙ্গলে সই করেন আনোয়ার। ক্লাবের স্পোর্টস ডে'তে এসে লাল হলুদ জার্সি গায়ে তুলে তিনি বলেছিলেন, 'ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সমর্থকদের মধ্যে অনেক ফারাক। এই দু’দিনে আমাকে যা ভালোবাসা দিয়েছে মনে হচ্ছে এই ক্লাবের সঙ্গে অনেকদিন ধরে জড়িয়ে আছি। আমাকে আপন করে নিয়েছে।’

আনোয়ার আলি
'ইস্টবেঙ্গলের বরাবরের স্বভাব অন্যর দল ভাঙিয়ে নেওয়া' - আনোয়ার ইস্যুতে কটাক্ষ বাগান সচিবের
আনোয়ার আলি
Paris Paralympic: শেষ হল প্যারিস প্যারালিম্পিক্স, ২৯ পদক নিয়ে ১৮তম স্থানে ভারত, পাকিস্তান কত নম্বরে?
আনোয়ার আলি
সুপ্রিম নির্দেশের পরও আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা, ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in