আগেই জানা গিয়েছিল বিসিসিআই-র নতুন চুক্তি থেকে বাদ পড়বেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণ। বাস্তবে ঘটেছেও তাই। তবে তাঁরা ছাড়াও আরও ৫ তারকা ক্রিকেটার বাদ পড়েছেন নতুন চুক্তি থেকে।
শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণের পাশাপাশি বিসিসিআই-র চুক্তি থেকে বাদ গেছেন উমেশ যাদব, চেতেশ্বর পূজারা, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল এবং শিখর ধাওয়ানের মতো তারকা ক্রিকেটার। এই পাঁচ ক্রিকেটারই বিসিসিআই-র গত বার্ষিক চুক্তিতে ছিলেন।
শিখর ধাওয়ান দীর্ঘদিন ধরেই ভারতীয় টিমের সাথে যুক্ত ছিলেন। সম্প্রতি যশস্বী জয়সওয়াল চলে আসায় ভারতীয় নির্বাচকরা ধাওয়ানকে আর সুযোগ দেননি।
উল্লেখ্য, বিসিসিআই-র চুক্তিতে চারটি বিভাগ আছে(A+, A, B এবং C)। প্রথম ক্যাটাগরিতে নেওয়া হয়েছে চারজন ক্রিকেটারকে। দ্বিতীয় ক্যাটাগরিতে আছেন ৬ জন ক্রিকেটার। তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন ৫ জন এবং চতুর্থ ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৫ জন ক্রিকেটারকে।
গ্রেড A+ ক্যাটাগরিতে আছেন -
রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
গ্রেড A ক্যাটাগরিতে আছেন -
হার্দিক পান্ডিয়া, শুবমন গিল, কে এল রাহুল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং রবিচন্দ্রন অশ্বিন।
গ্রেড B ক্যাটাগরিতে আছেন -
সূর্য কুমার যাদব, ঋষভ পান্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল।
গ্রেড C ক্যাটাগরিতে আছেন -
রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার শর্মা, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, কে এস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান এবং রজত পাতিদার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন