টানা তিন ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ফর্ম্যাটের এক নম্বর ব্যাটার পঞ্চাশ ওভারের ক্রিকেটে সম্পূর্ণ ব্যর্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের তিনটিতেই গোল্ডেন ডাক হয়ে ফিরেছেন সূর্য। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনার শেষ নেই। কুরুচিকর মন্তব্য করতেও ছাড়ছে না নেটিজেনরা। কিন্তু শুধু কি সূর্যকুমারই প্রথম ভারতীয় যিনি টানা তিন ম্যাচে শূন্য রান করে ফিরলেন? না। সূর্য টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে আরও ৫ জন ভারতীয় ক্রিকেটারের।
মুম্বইয়ে প্রথম এক দিনের ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সূর্য। মিচেল স্টার্কের প্রথম বলেই আউট হয়ে যান তিনি। পরের ম্যাচে বিশাখাপত্তনমেও একই ছবি। আবার স্টার্কের বলে প্রথম বলে সাজঘরে ফেরেন তিনি। তৃতীয় একদিনের ম্যাচে নেমেছিলেন ৭ নম্বরে। এই ম্যাচেও প্রথম বলেই অ্যাস্টন অ্যাগারের শিকার হয়ে ফিরে যান তিনি। সূর্যকুমারই প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি টানা তিনটি ওয়ান ডে ম্যাচে গোল্ডেন ডাকে মাঠ ছাড়লেন।
শূন্য রানে টানা তিন ম্যাচে আউট হয়েছেন সূর্য ছাড়াও আরও পাঁচ ভারতীয় ক্রিকেটার। যাঁরা হলেন সচীন তেন্ডুলকর, অনিল কুম্বলে, জাহির খান, ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ। তবে এদের কেউই টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক হননি।
সূর্যকুমারের এই চূড়ান্ত ব্যর্থতার পর সূর্যের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। ভারতের প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম বলেন, "আমি বুঝতে পারছি না কেন সূর্যকে খেলিয়ে যাওয়া হচ্ছে? চার নম্বরে খেলার মতো আরও অনেক ক্রিকেটার রয়েছে। তাঁদের খেলানো যেতে পারত। আমার মনে হয়, সূর্যের রান না পাওয়ার কারণ রোহিতও ধরতে পারছে না। যে ব্যাটার টি-টোয়েন্টিতে এত ভাল খেলে সে কেন এক দিনের ম্যাচে রান পাবে না? এটা সত্যিই রহস্য। এই রহস্য বুঝতে না পেরেই সূর্যকে আরও সুযোগ দিচ্ছে রোহিত।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন