BCCI: দেশের হয়ে একটিও ম্যাচ না খেলেই আবেদন! ভারতের কোচ বাছতে নাজেহাল বিসিসিআই

People's Reporter: সোমবার থেকে আবেদন পত্র জমা করার প্রক্রিয়া চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৭ মে পর্যন্ত এই আবেদন পত্র গ্রহণ করা হবে।
রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড়ছবি - ট্যুইটার থেকে সংগৃহীত
Published on

ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের পরই। তাই নতুন কোচের খোঁজ করছে বিসিসিআই। যার জন্য অনলাইনে আবেদন পত্র জমা করার প্রক্রিয়া চালু করেছে বিসিসিআই। তবে যেভাবে ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা কোচ হওয়ার জন্য আবেদন জানাচ্ছেন তাতে রীতিমতো সমস্যায় পড়েছে ক্রিকেট বোর্ড।

সোমবার থেকে আবেদন পত্র জমা করার প্রক্রিয়া চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৭ মে পর্যন্ত এই আবেদন পত্র গ্রহণ করা হবে। কোচ হওয়ার জন্য একাধিক শর্তও দিয়েছে বোর্ড। সমস্ত শর্ত পূরণে সক্ষম হলেই ক্রিকেট দলের কোচ হিসেবে ওই ব্যক্তিকে বেছে নেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে কোচ হওয়ার জন্য বহু সাধারণ সমর্থক আবেদন পত্র জমা দিয়েছেন। অধিকাংশ শর্তই পূরণ করেননি তাঁরা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আবেদন পত্রের ছবি দিয়ে সকলে ভারতের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করছেন।

এক সমর্থক লেখেন, সফলভাবে আবেদন পত্র জমা দেওয়া হয়ে গেছে। আশা করছি আমার কোচিং এবং নির্দেশনায় ভারত ২০২৭ বিশ্বকাপ জিতবে। আবার কেউ লেখেন, ভারতের ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।

সূত্রের খবর, দ্রাবিড়ের পরে কোচ হিসেবে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং-কে চাইছে বিসিসিআই। বর্তমানে চেন্নাই সুপার কিংসের কোচ ফ্লেমিং। বিসিসিআই-র তরফ থেকে তাঁর সাথে প্রাথমিকভাবে কথা আলোচনা করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে ভারতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। তাঁর নেতৃত্বে ভারতীয় দলের অনেক উন্নতিও হয়েছে। প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের অধীনে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও, ভারত এই সময়ে কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালিস্ট এবং ২০২৩ বিশ্বকাপ টেস্টে রানার্স-আপ এবং ওয়ান ডে বিশ্বকাপে রানার্স আপ হয় ভারতীয় দল। চ্যাম্পিয়ন না হওয়ায় অনেকেই দ্রাবিড়ের পদত্যাগের দাবি করেছিলেন। কিন্তু ২০২৩-র নভেম্বর মাসে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ায় বোর্ড।

রাহুল দ্রাবিড়
BCCI: ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান? থাকতে হবে এই সমস্ত যোগ্যতা
রাহুল দ্রাবিড়
Hardik Pandya: হার্দিক পাণ্ডিয়া বিশ্বকাপ দলে থাকায় খুশি নন ধোনি তৈরির কারিগর কেশব ব্যানার্জি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in