তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্যায়ের রিকার্ভ টিম ইভেন্টের ফাইনালে রূপো জিতলেন দীপিকা কুমারীর বাহিনী। রবিবার একতরফা ফাইনালে চীনা তাইপের বিপক্ষে ৫-১(৫৩-৫৬, ৫৬-৫৬, ৫৩-৫৬) ব্যবধানে স্ট্রেট সেটে হারতে হয়েছে দীপিকা, অঙ্কিতা ভকত এবং সিমরনজিৎ কৌরদের। প্যারিসে অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে একটি সোনা সহ দুটি রূপো নিয়ে অভিযান শেষ হয়েছে ভারতের।
অভিষেক বর্মা এবং জ্যোতি সুরেখা ভেন্নামের হাত ধরে তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্যায়ের কম্পাউন্ড মিক্সড ইভেন্টে প্রথম সোনা জেতে ভারত। শনিবার ফাইনালে ফরাসি জুটি অলিম্পিক পদকজয়ী সোফি ডডমন্ট এবং জিন বুলচকে ১৫২-১৪৯ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন ভারতীয় জুটি। এছাড়াও ব্যক্তিগত ইভেন্টে একটি রুপো জেতেন জ্যোতি সুরেখা।
রবিবার এই টুর্নামেন্ট থেকে দ্বিতীয় সোনা জয়ের স্বপ্ন দেখেছিলো দেশ। তবে দীপিকা কুমারীর সোনার স্বপ্ন সফল করতে পারলেন না। রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাঁদের। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী টিমের সদস্য লেই চিয়েন-ইংকে সঙ্গে নিয়ে তৃতীয় বাছাই চীনা তাইপে ১৩ নম্বর বাছাই ভারতকে শুরুতেই পেছনে ফেলেন। দুটি ১০ এবং চারটি ৯ পয়েন্ট নিয়ে প্রথম সেটে চীনা তাইপে তুলে নেয় ৫৬ পয়েন্ট। যেখানে প্রথম সেটে ভারত একটিতে ৭ পয়েন্ট অর্জন করেন। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। দ্বিতীয় সেটে সমানে সমানে শেষ করলেও তৃতীয় সেটে চীনা তাইপের সামনে ফের কোণঠাসা হয়ে যায় ভারত। আর সোনা জিতে নেয় চীনা তাইপে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন