Archery World Cup: দীপিকা কুমারীর হাত ধরে একইদিনে জোড়া সোনা ভারতের

দীপিকা কুমারী এবং অতনু দাস দুজনেই টোকিও অলিম্পিকের টিকিট পেয়েছেন। অতনু দাস যাচ্ছেন পুরুষ দলের হয়ে এবং একমাত্র মহিলা তিরন্দাজ হিসেবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দীপিকা কুমারী।
স্টেজ-থ্রি তিরন্দাজী বিশ্বকাপে দীপিকা কুমারী
স্টেজ-থ্রি তিরন্দাজী বিশ্বকাপে দীপিকা কুমারীছবি দ্য স্ক্রলের সৌজন্যে
Published on

প্যারিসে অনুষ্ঠিত স্টেজ-থ্রি তিরন্দাজী বিশ্বকাপে জোড়া সোনা জিতলো ভারত। গতকাল অভিষেক বর্মার হাতধরেই সোনা জয়ের উৎসব শুরু হয়। এদিন প্যারিসে আলো ছড়িয়েছেন ভারতের মহিলারা। জোড়া সাফল্য আসে দীপিকা কুমারীর মুকুটে। মহিলাদের রিকার্ভ টিমের হয়ে সোনা জয়ের পর স্বামী অতনু দাসের সাথে জুটি বেঁধে মিশ্র রিকার্ভ ইভেন্টেও সোনা জিতলেন রাঁচির এই তারকা।

মহিলাদের রিকার্ভ টিমের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও কোমালিকা বারি। ফাইনালে মেক্সিকোকে ৫৭-৫৭, ৫২-৫২, ৫৫-৫৪ হারিয়ে দেশকে সোনা উপহার দেন এই ত্রয়ী। চলতি বছরে গুয়াতেমালা সিটিতে বিশ্বকাপে একই ইভেন্টে সোনা জিতেছিল এই ত্রয়ী। ভারতীয় মহিলা দল মোট ছ বার বিশ্বকাপে সোনা জিতেছে।

অন্যদিকে মহিলাদের রিকার্ভ টিমের হয়ে সোনা জেতার পর স্বামী অতনু দাসকে সঙ্গে নিয়ে মিশ্র রিকার্ভ ইভেন্টেও সোনা জিতলেন দীপিকা কুমারী। নেদারল্যান্ডকে ৫-৩ ব্যবধানে হারিয়ে দেশকে সোনা উপহার দেন এই দম্পতি।

দীপিকা কুমারী এবং অতনু দাস দুজনেই টোকিও অলিম্পিকের টিকিট পেয়েছেন। অতনু দাস যাচ্ছেন পুরুষ দলের হয়ে এবং একমাত্র মহিলা তিরন্দাজ হিসেবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দীপিকা কুমারী। অলিম্পিকের আগে দীপিকার সাফল্যে আশা জাগছে ভারতীয়দের মনে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in