Olympics 24: ব্রাজিলের বিদায়, ২৪ অলিম্পিকে দেখা যেতে পারে মেসিকে! জল্পনা উস্কে দিলেন প্রাক্তন সতীর্থ

People's Reporter: অন্য ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে। সেই ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৪ অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে প্যারাগুয়ে।
অলিম্পিকের যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনা
অলিম্পিকের যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনাছবি - সংগৃহীত
Published on

ব্রাজিলকে হারিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে ১-০ ব্যবধানে হারতে হয় ব্রাজিলকে।

শেষ দুটি অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল। তবে ২০২৪ অলিম্পিকে দেখাই যাবে না সেলেসাওদের। ভেনেজুয়েলায় ছিল যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন লুসিয়ানো গনডৌ।

উল্লেখ্য, ২০১৬ এবং ২০২০ সালের অলিম্পিকে পর পর দু'বার সোনা জিতেছিল ব্রাজিল। টানা তিনবার সেই স্বপ্নপূরণ হবে না পেলের দেশের। অন্যদিকে ২০০৪ এবং ২০০৮ সালে স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। ফলে তাদের কাছে সুযোগ রয়েছে তৃতীয়বারের জন্য পদক জেতার।

অন্য ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে। সেই ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৪ অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে প্যারাগুয়ে। ম্যাচের ৪৮ মিনিটে গোল করেন দিয়েগো গোমেজ এবং ৭৫ মিনিটে গোল করেন মার্সেলো পেরেজ।

উল্লেখ্য, অলিম্পিকে সাধারণত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রা খেলে। ১১ জনের মধ্যে ৩ জন সিনিয়র দলের প্লেয়ার থাকতে পারেন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ মাসচেরানো বলেন, 'সকলেই আমার সাথে মেসির সম্পর্ক জানে। তো সে খেললেও খেলতেই পারে। ও এলে দল আরও শক্তিশালী হবে এটা সকলেই জানে। তবে পুরোটাই মেসির ওপর নির্ভর করছে সে খেলবে কিনা'।

অলিম্পিকের যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনা
IND vs ENG: গোটা সিরিজ থেকেই বাদ বিরাট! ভারতীয় টেস্ট দলে জায়গা বাংলার আকাশের
অলিম্পিকের যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনা
T-20: প্রথম দক্ষিণ আফ্রিকার ব্যাটার হিসেবে টি-২০-তে রেকর্ড মিলারের! পা রাখলেন বিরাট, গেইলের ক্লাবেও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in