৩৬ বছর পর বিশ্বকাপ জয়। তাও আবার বাঁ পায়ের জাদুকর লিওনেল মেসির হাত ধরে। আর্জেন্টাইন দল তথা মেসিকে সম্মান জানাতে দেশীয় মুদ্রায় মেসির ছবি রাখার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ আর্জেন্টিনা। স্থানীয় সংবাদপত্র El Financiero সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।
আমাদের দেশের মুদ্রার নাম যেমন ‘রুপী’। তেমনই আর্জেন্টাইন মুদ্রার নাম ‘পেসো’। এবার সেই পেসোতেই থাকবে মেসির ছবি। যা বিরাট সম্মান তাঁর (মেসি) কাছে। ওই সংবাদপত্রে জানা যাচ্ছে মার্টিনেজ, ডি মারিয়াদের জয়ের আনন্দে বিশেষ সভার আয়জন করেছিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ আর্জেন্টিনা। ব্যাঙ্কের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা সেই সভায় যোগ দেন। সেখানেই পেসোতে মেসির ছবি নিয়েও আলোচনা হয়। শোনা যাচ্ছে ১০০০ পেসোতে মেসির ছবি রাখা হবে। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সংবাদপত্রে এও দাবি করা হয়েছে, ব্যাঙ্কের অনেকেই এটা মজার প্রস্তাব বলে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু ফাইনালের আগেও এমন বৈঠকে বসেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে ব্যাঙ্কের পরিচালক তথা বোকা জুনিয়র্সের সমর্থক লিসান্দ্রো ক্লেরি বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সোমবার মনোবল বাড়বে। এটা খুব ভালো সিদ্ধান্ত।
শুধু মেসি নয়, নোটের অন্য প্রান্তে সম্ভবত থাকবেন কোচ লিওনেল স্কালোনি। ২০০৬ বিশ্বকাপ মেসির সাথেই ছিলেন একই স্কোয়াডে। সে বার পারেননি। অধরা জয় আসল ২০২২ বিশ্বকাপে। তাঁর অধীনেই কনমেবল ও উয়েফার কাপ অফ চ্যাম্পিয়ন্সও জেতে আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকাও জেতা তাঁরই কোচিং-এ।
সেদেশের মানুষও এই বিষয়ে সমর্থন জানাচ্ছেন। তাঁরাও চান তাঁদের ‘সুপার হিরো’ মেসির মুখ মুদ্রায় ছাপা হোক। লিওনেল মেসি, আলভারেজ, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ সহ দলের কোনো সদস্যের কাছে থেকে কিছু জানা যায়নি। আলবিসেলেস্তেদের হয়তো নতুন বছরেই এই উপহার দেবে আর্জেন্টিনার ব্যাঙ্ক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন