২০২৪ কোপা আমেরিকাই শেষ। আর জাতীয় দলের জার্সি গায়ে ম্যাচ খেলতে নামবেন না আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া। ব্রাজিল ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করলেন তিনি।
ময়দানে একটি কথা প্রচলিত আছে 'বড় ম্যাচের খেলোয়াড়'। যার আদর্শ উদাহরণ হলেন ডি মারিয়া। আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে দেশের জার্সিতে চমক দেখিয়েছেন ডি মারিয়া। তবে ২০২৪ কোপা আমেরিকার পর থেকে মেসির পাশে আর তাঁকে দেখা যাবে না। নিজের ইনস্টাগ্রামে ডি মারিয়া লেখেন, 'আর মাত্র কয়েকটি ম্যাচ। তারপর জাতীয় দলের হয়ে আমার যাত্রা শেষ। আমি কীভাবে ভাষায় প্রকাশ করবো বুঝতে পারছি না। আমার বন্ধু, আমার সতীর্থ, আমার ভক্তদের এত ভালোবাসার জন্যই আমি ডি মারিয়া হয়ে উঠেছি। কোপা আমেরিকাই হবে আর্জেন্টিনার জার্সি পরে আমার শেষ ম্যাচ'।
তিনি আরও লেখেন, "দেশের হয়ে না খেলতে পারাটা সত্যিই খুব কষ্টের। আমার ফুটবল জীবনের ঘটে যাওয়া প্রতিটা সুন্দর মুহূর্তকে যেন বিদায় জানাচ্ছি। আমার সকল ভক্ত, আমার পরিবার, আমার সতীর্থ সকলকে ধন্যবাদ জানাই। আমরা ইতিহাস সৃষ্টি করতে থাকবো। ভামোস আর্জেন্টিনা"।
২০০৮ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেক হয় অ্যাঞ্জেল ডি মারিয়ার। দেশের হয়ে ১৩৪টি ম্যাচ খেলে ফেলেছেন। ২৯টি গোলও করেছেন। ২০২১ কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ডি মারিয়ার গোলেই জয় পায় আর্জেন্টিনা। ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনালেও তাঁর গোল ছিল। ২০০৭ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও জিতেছিলেন তিনি। ২০০৮ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিক গেমসে নাইজেরিয়াকে হারিয়ে সোনার মেডেল জিতেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন