জমে উঠেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। শেষ চারে ওঠার লড়াইয়ে প্রথম লেগেই আর্সেনাল বনাম বায়ার্ন ম্যাচ এবং ম্যানচেস্টার সিটি বনাম রিয়েল মাদ্রিদ ম্যাচ শেষ হলো অমীমাংসিত ভাবেই। আর্সেনাল-মিউনিখ ম্যাচ শেষ হয় ২-২ এবং সিটি বনাম রিয়েল ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে।
ভারতীয় সময় মঙ্গলবার মধ্যরাতে এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ম্যাচে বেশি প্রভাব রাখে আর্সেনাল। ম্যাচ শুরুর ১২ মিনিটেই বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। ১৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান বায়ার্নের সার্জ নাবরি। পরে ৩২ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি কাজে লাগাতে ভুল করেননি জার্মান ক্লাবের স্ট্রাইকার হ্যারি কেন।
প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আর্সেনালের কাছে কিছুটা ফিকে দেখায় বায়ার্নকে। ৭৬ মিনিটে গোল করে আর্সেনালের হয়ে সমতা ফেরান লিয়ান্দ্রো। সেকেন্ড লেগে বায়ার্নের ঘরের মাঠে খেলতে হবে আর্সেনালকে। ফলে চাপ থাকলেও জয়ের জন্য আশাবাদী দুই দলের কোচই।
অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যান সিটি এবং স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদ। হাইভোল্টেজ ম্যাচে ২ মিনিটেই সিলভার গোলে এগিয়ে যায় সিটি। ১২ মিনিটে নিজের আত্মঘাতী গোল করেন সিটির দিয়াস। ১৪ মিনিটে অসাধারণ গোলে রিয়েলকে এগিয়ে দেন রদ্রিগো। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও সমান উত্তেজনা ছিল। বল দখলের লড়াইয়ে সিটি এগিয়ে থাকলেও লড়াই থেকে পিছিয়ে আসতে নারাজ ছিল রিয়েলও। ৬৬ মিনিটে সমতা ফেরান সিটির ফিল ফোডেন। ৭১ মিনিটে সিটির হয়ে ৩ নম্বর গোলটি করেন জস্কো ভারদিওল। সকলেই হয়তো ভেবেছিল প্রথম লেগ হারতে চলেছে রিয়েল। কিন্তু ৭৯ মিনিটে ফেড্রিকোর গোলে ড্র করে রিয়েল মাদ্রিদ।
বুধবার মধ্যরাতে পিএসজির বিপক্ষে খেলবে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে ডর্টমুন্ড। প্রথম লেগে এগিয়ে থেকেই দ্বিতীয় লেগে প্রবেশ করতে চাইছে চার দলেরই কোচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন